
বিসিবির কাছে আশরাফুলের আবেদন, এনসিএলে নতুন অধ্যায় শুরু?
খেলা ডেস্ক
০১ আগস্ট ২০২৫, ১৩:০০
পেশাদার ক্রিকেট ছেড়ে পূর্ণকালীন কোচিংয়ে পা রেখেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। বিপিএলের সবশেষ আসরে রংপুর রাইডার্সের সহযোগী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এবার দেশের শীর্ষস্থানীয় প্রথম শ্রেণির প্রতিযোগিতা ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) কোচিং করাতে চান আশরাফুল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খানের সঙ্গে এনসিএলে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। দেশের এক গণমাধ্যমকে আশরাফুল নিজেই এমন তথ্য নিশ্চিত করেছেন। যদিও এ বিষয়ে এখনো বিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।
আশরাফুল বলেন, ‘আমাদের শীর্ষ কোচরা এনসিএলে কাজ করেন না। যেমন সুজন ভাই (খালেদ মাহমুদ), সালাউদ্দিন ভাই—তারা সবসময় ডিপিএল বা বিপিএলে কাজ করেন, কারণ ওখানেই টাকা বেশি। কিন্তু এনসিএলে নয়। আমি মনে করি, প্রথম শ্রেণির ক্রিকেটে কোচিংয়ের দিকেই আমাদের মূল মনোযোগ থাকা উচিত।’
এনসিএলে কাজ করা নিয়ে আশরাফুল বলেন, ‘গত বছর থেকে আমি কোচিং শুরু করেছি। ফার্স্ট ক্লাস ক্রিকেটে কাজ করলে ভালো কিছু যোগ করতে পারব। সেই ভাবনা থেকেই বিসিবির সঙ্গে যোগাযোগ করেছি। এখনো তারা কিছু জানায়নি। আমি শুধু আগ্রহ দেখিয়েছি, কারণ এনসিএলের সময়টা আমি ফ্রি থাকব।’
বিসিবি থেকে আনুষ্ঠানিক কিছু না জানানো হলেও নিজের পছন্দের দল ভেবে রেখেছেন আশরাফুল। তিনি বলেন, ‘সবচেয়ে ভালো হয় যদি ঢাকা ডিভিশনের কোচ হতে পারি। কারণ আমি আমার অধিকাংশ ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছি ঢাকা বিভাগের হয়ে। পরে অবশ্য বরিশালের হয়েও খেলেছি। কিন্তু আমি চাই ঢাকা বিভাগকেই কোচিং করাতে।’
আগামী ১৪ সেপ্টেম্বর এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ঘরোয়া ক্রিকেটের এই আসর শুরু হবে, যার ফাইনাল হবে ৪ অক্টোবর। এরপর শুরু হবে মূল চারদিনের এনসিএল, যা ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
এমআই