
ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দফতরে চুরি!
খেলা ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ২০:৪৫
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দফতরে চুরির ঘটনা ঘটেছে। মুম্বাইয়ের এই কার্যালয় থেকে আইপিএলের মোট ২৬১টি জার্সি চুরি হয়েছে। জার্সিগুলোর মোট বাজারমূল্য প্রায় সাড়ে ছয় লাখ টাকা। এ ঘটনায় ফারুক আসলাম খান নামের এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যম থেকে এ তথ্য জানা গেছে। বিসিসিআই কর্মকর্তারা জানান, গত ১৩ জুন অডিটের সময় গুদামে রাখা জার্সির হিসাব মিলছিল না। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। এতে দেখা যায়, নিরাপত্তারক্ষী ফারুক একটি বক্সে জার্সি ভরে গুদাম থেকে বের হচ্ছেন।
এ ঘটনায় গত ১৭ জুন মেরিন ড্রাইভ থানায় অভিযোগ দায়ের করে বিসিসিআই। এরপর তদন্তে নামে পুলিশ। তাতে নিরাপত্তারক্ষী ফারুক আসলামকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ফারুক অপরাধ স্বীকার করেছেন। তিনি জানান, অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হয়ে চুরির পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
ফারুক পুলিশকে আরও জানান, জার্সিগুলো হরিয়ানার এক অনলাইন ব্যবসায়ীর কাছে বিক্রি করেন তিনি। তবে কত টাকা মূল্যে বিক্রি করেছেন, তা জানা যায়নি। চুরি যাওয়া জার্সির মধ্যে ইতোমধ্যে ৫০টি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ওই হরিয়ানার ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। তিনি দাবি করেছেন, জার্সিগুলো যে চুরি করা, তা তিনি জানতেন না। ফারুক নাকি তাঁকে বলেন, বিসিসিআই দফতরে ঘর খালি করার জন্য এই জার্সিগুলো বিক্রি করতে বলা হয়েছে।
পুলিশ এখন ওই ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেন খতিয়ে দেখছে। চুরি যাওয়া জার্সিগুলো খেলোয়াড়দের জন্য নির্ধারিত ছিল কি না, নাকি সমর্থকদের জন্য তৈরি করা হয়েছিল, তা এখনো নিশ্চিত নয়।
এমআই