Advertisement
Us Bangla Airlines
ছক্কা হাঁকানোর পর মাঠেই ক্রিকেটারের মৃত্যু! (ভিডিওসহ)

ছক্কা হাঁকানোর পর মাঠেই ক্রিকেটারের মৃত্যু! (ভিডিওসহ)

খেলা ডেস্ক

৩০ জুন ২০২৫, ১৩:০৫

ক্রিকেট মাঠে আহত বা মৃত্যুর ঘটনা নতুন নয়। গেল রমজানে ঢাকা প্রিমিয়ার লিগে আচমকা অসুস্থতা হয়ে পড়েছিলেন টাইগার ক্রিকেটার তামিম ইকবাল খান। চিকিৎসকেরা তামিমকে সেবার ‘ক্লিনিক্যালি ডেথ’ ঘোষণা করেছিল। হৃদযন্ত্রের জটিলতায় তামিম সেদিন যম দুয়ার থেকে ফিরেছিলেন।

তামিমের মতো হৃদযন্ত্রের জটিলতায় ভুগেছেন পাঞ্জাবের ফিরোজপুরের ক্রিকেটার হরজিত সিং। তবে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে বেশিক্ষণ সময় নেননি তিনি। মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েন হরজিত। বিষয়টি জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার

পেশাদার কোনো ক্রিকেট ম্যাচ নয়। ফিরোজপুরের ডিএভি স্কুলের মাঠে খেলা হচ্ছিল। ব্যাটিংয়ের সময় একটি ছক্কা মেরে হাঁটতে হাঁটতে পিচের মাঝখানে আসেন হরজিত সিং। তবে পরের বলটা আর খেলা হয়নি তার। পিচের মাঝখানে এসেই হঠাৎ করে বসে পড়েন হরজিত।

এ সময় তাকে দেখে নন-স্ট্রাইকে থাকা আরেক ব্যাটারও বসে পড়েন। কিন্তু তিনি তখনও বুঝতে পারেননি হরজিতের সমস্যা। বসা অবস্থান থেকেই হঠাৎ শুয়ে পড়েন হরজিত সিং। আচমকা এমন কাণ্ড দেখে হরজিতের কাছে ছুটে যান মাঠে থাকা বাকি ক্রিকেটাররা।

পরিস্থিতি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তাকে সিপিআর দেওয়ারও ব্যবস্থা করা হয়। তবে হরজিতকে আর বাঁচানো সম্ভব হয়নি। ক্রিকেট ম্যাচটি আগে থেকেই ভিডিও করা হচ্ছিল। সেই ভিডিওতেই ধরা পড়ে তার মৃত্যুর মর্মান্তিক মুহূর্তটি।

এর আগে, ২০২৪ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে মারা গিয়েছিলেন মুম্বাইয়ের এক ক্রিকেটার। ৪২ বছর বয়সী সেই ক্রিকেটারের নাম রাম গণেশ তেওয়ারি। সেবারও তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। পরে ডাক্তার রাম গণেশকে মৃত ঘোষণা করেন।

এমআই