Advertisement
Us Bangla Airlines
বায়ার্নের গোল বন্যায় তলিয়ে গেল অকল্যান্ড সিটি

বায়ার্নের গোল বন্যায় তলিয়ে গেল অকল্যান্ড সিটি

খেলা ডেস্ক

১৬ জুন ২০২৫, ১২:২০

ক্লাব বিশ্বকাপে ভিন্ন মাত্রার শুরু পেয়েছে বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষ দল অকল্যান্ড সিটিকে ১০-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে তারা। পুরো ম্যাচে বলার মতো কিছুই করতে পারেনি শখের বশে ফুটবল খেলা দল অকল্যান্ড সিটি। বরং দশের পরিবর্তে গোলের সংখ্যা আরও বড় হওয়ার ব্যবধান কমিয়েছে দলটি।

ম্যাচের ছয় মিনিটেই গোলের দেখা পেয়েছে বায়ার্ন মিউনিখ। এরপর নিয়মিত বিরতিতে প্রতিপক্ষের জালে বল গলিয়েছে হ্যারি কেইনের দল। ব্রায়ানের হয়ে প্রথম গোলটি করেন কিংসলে কোমান। হেড থেকে অকল্যান্ড সিটির জালের ঠিকানা খুঁজে পান তিনি।

এরপর প্রথমার্ধে আরও গোল করেন সাচা বোয়ে, মাইকেল ওলিসে, কোমান আবার, কিংবদন্তি টমাস মুলার এবং ওলিসে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে দলটির তারকা ফুটবলার হ্যারি কেইনকে তুলে নেয় টিম ম্যানেজমেন্ট। তার পরিবর্তে মাঠে নামেন জামাল মুসিয়ালা। মাঠে নামার ২৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন বসেন তিনি। শুরুতেই দুর্দান্ত এক গোল করেন। এরপর পেনাল্টি আদায় করে নিজেই তা গোলে রূপান্তর করেন। শেষদিকে গোলকিপার কনার ট্রেসির পাস কেটে নিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।

বায়ার্নের হয়ে ম্যাচের শেষ গোলটি করেন টমান মুলার। বিপরীতে কোনো গোলই করতে পারেনি অকল্যান্ড সিটি। ফলে ১০-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বুন্দেসলিগার ক্লাবটি।

অকল্যান্ড সিটি ক্লাব বিশ্বকাপে ১২তম বারের মতো অংশ নিচ্ছে। বিশ্বজুড়ে অপেশাদার ফুটবলারদের প্রতিনিধিত্ব করে ক্লাবটি। ২০১৪ সালে ক্লাব বিশ্বকাপে তৃতীয় হয়েছিল তারা। এবার বায়ার্নের বিপক্ষে শুরুতেই হোঁচট খেয়ে সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল।

এমআই