Advertisement
Us Bangla Airlines
শ্রীলঙ্কায় অনুশীলনের প্রথম দিনে দুঃসংবাদ পেল বাংলাদেশ

শ্রীলঙ্কায় অনুশীলনের প্রথম দিনে দুঃসংবাদ পেল বাংলাদেশ

খেলা ডেস্ক

১৫ জুন ২০২৫, ১৩:৪৬

আট বছর পর পূর্ণাঙ্গ সফরে শ্রীলঙ্কায় খেলতে গিয়েছে টাইগাররা। ইতোমধ্যে লঙ্কায় অবস্থান নিয়েছে বাংলাদেশ টেস্ট দল। সাদা পোশাকের ক্রিকেট দিয়ে এই সফর শুরু হবে। দুই ম্যাচের টেস্ট সিরিজে নামার আগে আজ (রোববার) ম্যাচ ভেন্যুতে অনুশীলন সেরেছে বাংলাদেশ দল।

অনুশীলনের প্রথম দিনে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। জ্বরের কারণে প্র্যাকটিসে যোগ দিতে পারেননি টেস্টের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টিম ম্যানেজমেন্টের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত বৃহস্পতিবার এবং শুক্রবার দুই বহরে শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছে বাংলাদেশ টেস্ট দলের ক্রিকেটাররা। গতকাল জিম সেশন এবং একটি ভলিবল ম্যাচ খেলে সময় পার করেছে নাজমুল শান্তের দল। আজ গলে প্রথমবার অনুশীলনে নেমেছে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমরা।

লাল বলের স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটারদের অনুশীলনে দেখা গেলেও ছিলেন না মেহেদী হাসান মিরাজ। সাম্প্রতিক সময়ে ওয়ানডে ফরম্যাটে নেতৃত্ব পাওয়া এই অলরাউন্ডার অসুস্থতার জন্য স্কোয়াডে থাকতে পারেননি।

এর আগে লঙ্কা সফরে যাওয়ার আগে কোভিড নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন এই তারকা অলরাউন্ডার। সামাজিকমাধ্যমে মিরাজ বলেন, ‘আবারও দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। আসুন শুরু থেকেই সতর্ক হই। মাস্ক পরি, সুস্থ থাকি।’

এমআই