Advertisement
Us Bangla Airlines
টেস্ট সিরিজের মাঝেই পাকিস্তানে ফিরে গেলেন মুশতাক

টেস্ট সিরিজের মাঝেই পাকিস্তানে ফিরে গেলেন মুশতাক

খেলা ডেস্ক

১৯ জুন ২০২৫, ১৮:১৩

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ দল। টাইগারদের সঙ্গে অনুশীলন সেশনে ছিলেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তবে টেস্ট সিরিজ শুরু হতেই পাকিস্তানে ফিরে গেছেন এই কিংবদন্তি। লঙ্কায় বাংলাদেশের টেস্ট সিরিজের বাকি অংশে থাকছেন না তাইজুল-মিরাজদের গুরু।

জানা গেছে, ওয়ানডে সিরিজে পুনরায় শ্রীলঙ্কায় ফিরবেন স্পিন কোচ মুশতাক আহমেদ। রিশাদ-মিরাজদের সঙ্গে আবার অনুশীলনে জুটি বাঁধবেন তিনি। তবে টেস্ট সিরিজের বাকি অংশে স্পিন কোচকে ছাড়াই নিজেদের প্রস্তুত করবেন নাঈম-তাইজুলরা।

বাংলাদেশ শিবিরে ফিরছেন মুশতাক আহমেদ

পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদের সঙ্গে দিনভিত্তিক চুক্তি সেরেছিল বিসিবি। ফলে তাকে যতদিন প্রয়োজন, ততদিনের জন্য ব্যবহার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই কারণে জিম্বাবুয়ে ও আমিরাত সিরিজে ছিলেন না এই স্পিন কোচ। এবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের বাকি সময়ে তাকে ছুটি দিয়েছে শান্তদের অভিভাবক সংস্থা।

বিসিবি মুশতাক আহমেদের সঙ্গে ২ বছর মেয়াদি চুক্তি নবায়ন করেছে, যাতে তিনি প্রতি বছর ১৩০–১৪০ দিন বিসিবির বিভিন্ন কোচিং প্রোগ্রামে কাজ করবেন। তাঁর দায়িত্ব শুধুমাত্র জাতীয় দলের মধ্যেই সীমাবদ্ধ নেই । বরং বিসিবির হাই পারফরম্যান্স এবং নিম্ন স্তরের দলেও তার প্রচেষ্টা লাগবে। 

এর আগে সাবেক টাইগার স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে একই পদ্ধতির চুক্তি সেরেছিল বিসিবি। এবার একই নিয়মে কাজ করছেন মুশতাক আহমেদ। ফলে তাকে সব সিরিজে এবং পুরো সময়ের জন্য পাওয়া যাবে না।

এমআই