Advertisement
Us Bangla Airlines
কেন জিম্বাবুয়ে সিরিজে থাকছেন না মুশতাক আহমেদ

কেন জিম্বাবুয়ে সিরিজে থাকছেন না মুশতাক আহমেদ

খেলা ডেস্ক

১৪ এপ্রিল ২০২৫, ২০:০৭

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মুশতাক আহমেদকে গত বছর নিয়োগ দিয়েছিল বিসিবি। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত নিয়োগ পাওয়া এই কোচে বেশ সন্তুষ্ট ফারুক আহমেদের বোর্ড। ফলে মুশতাক আহমেদের সঙ্গে নতুন করে চুক্তি সেরেছে বিসিবি। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশি বোলারদের সঙ্গে কাজ করবেন তিনি।

চ্যাম্পিয়নস ট্রফির পর বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় বাংলাদেশ। আগামী ২০ এপ্রিল থেকে সিলেটের মাটিতে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আসন্ন সিরিজকে ঘিরে ইতোমধ্যে গতকাল (রোববার) থেকে সিলেটে ক্যাম্প শুরু করেছে টাইগাররা।

বাংলাদেশ শিবিরে ফিরছেন মুশতাক আহমেদ

ক্রিকেটারদের সঙ্গে দলটির প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ফাস্ট বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট যুক্ত হয়েছেন। তবে এত কোচের ভিড়েও ছিলেন না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। 

বিসিবির ক্রিকেট অপারেশন্স সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ে সিরিজে থাকছেন না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তার জায়গায় আসন্ন সিরিজে জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন দেশি কোচ সোহেল ইসলাম।

মোশতাকের সঙ্গে আরও ২ বছর চুক্তি বাড়াতে চায় বিসিবি

মুশতাক আহমেদের না থাকার কারণও জানিয়েছে সেই সূত্র। জানা যায়, স্পিন বোলিং কোচ মুশতাকের সঙ্গে ১৩০ দিনের চুক্তি সেরেছে বিসিবি। ফলে কম গুরুত্বপূর্ণ সিরিজ হওয়ায় এবং চুক্তির সময় বিবেচনায় তাকে দলের সঙ্গে রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

প্রসঙ্গত, আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। 

এমআই