Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশ শিবিরে ফিরছেন মুশতাক আহমেদ

বাংলাদেশ শিবিরে ফিরছেন মুশতাক আহমেদ

খেলা ডেস্ক

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৫

চ্যাম্পিয়নস ট্রফির হাতেগোনা কয়েকদিন বাকি। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে আইসিসির মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট শুরু হবে। এরমধ্যেই দল গোছানো শুরু করে দিয়েছে বাংলাদেশ। বিপিএলের পরদিনই মিরপুরে চ্যাম্পিয়নস ট্রফির ক্যাম্প শুরু হবে। তবে এর আগেই বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন স্পিন কোচ মুশতাক আহমেদ।

আগামী ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) তিনি ঢাকায় ফিরছেন বলে নিজেই নিশ্চিত করেছেন। বাংলাদেশে ফেরার পরেরদিনই মিরপুর শের-ই বাংলায় শুরু হতে যাওয়া প্রস্তুতি ক্যাম্পে যোগ দিবেন কোচ মুশতাক আহমেদ।

এদিকে গতকাল থেকে ক্রিকেটারদের অনেকে ঐহ্যিক অনুশীলন শুরু করেছেন। এ ছাড়া ৮ তারিখ থেকে শুরু হবে মূল অনুশীলন। পাইপলাইনে থাকা ক্রিকেটারদেরও প্রধান কোচ ফিল সিমন্স পরখ করে দেখবেন বলে জানা গোছে। 

সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অনুশীলন ক্যাম্প। এরপর ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে টাইগারদের। ভারতের সাথে সেই ম্যাচ খেলার কথা থাকলেও ‘পাকিস্তান এ’ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। টুর্নামেন্টটিতে বাংলাদেশের প্রথম ম্যাচে ২০ ফেব্রুয়ারি, ভারতের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তরা। এছাড়া গ্রুপ পর্বে পাকিস্তান, নিউজিল্যান্ডের সাথে খেলবে টাইগাররা।

এমআই