
নিষেধাজ্ঞা ও ফিক্সিং ইস্যুতে মুখ খুললেন বিজয়
খেলা ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৯
রানবন্যার বিপিএলে প্রশংসা কুড়ানোর কথা বিসিবির। কিন্তু সেখানেই কি না ফিক্সিংয়ের গুঞ্জন। কলঙ্কিত এই চ্যাপ্টার নিয়ে সরব হয়েছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। ইতোমধ্যে সন্দেহের তালিকায় কিছু ক্রিকেটারের নাম ও ম্যাচ যুক্ত হয়েছে। সেখান থেকেই দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের ওপর নজর রেখেছিল অ্যাকু।
চলতি বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন এনামুল হক বিজয়। দলটিকে গুরুতর সন্দেহের চোখে রাখার পর এবার বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে। বিষয়টি নিয়ে বিসিবি থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না এলেও এ প্রসঙ্গে কথা বলেছেন এনামুল হক।
দেশত্যাগে নিষেধাজ্ঞার ইস্যুতে বিজয় বলেন, ‘আসলে কি বলবো, আমি এটা (দেশত্যাগে নিষেধাজ্ঞা) জানি না পুরোপুরি। নিউজটা দেখছি শুধু আর কি।’
এদিকে ফিক্সিং ইস্যুতেও জড়িয়েছে বাংলাদেশি ওপেনারের নাম। এ বিষয়ে কথা বলতে বেশ হতাশাই ঝরল বিজয়ের কণ্ঠে। তিনি বলেন, ‘বিসিবি তো এগুলো দেখছে, তারাই আমাদের (ক্রিকেটের) অভিভাবক। এখন কেউ না জেনে না শুনে হুট করে একটা কথা বলে ফেলছে, খুবই কষ্টদায়ক আসলে।’
গণমাধ্যমের এমন সংবাদে স্বয়ং বিসিবি বিস্মিত হয়েছেন জানিয়ে বিজয় বলেন, ‘হ্যাঁ , বিসিবিকে জানিয়েছি আর বিসিবি আসলে কোনদিন কাউকে জানায়নি। উনারা কোথা থেকে নিউজগুলো পেয়েছে, বিসিবিও অবাক হয়েছে আসলে।’
এর আগে ফিক্সিং ইস্যুতে কড়া হুশিয়ারি দিয়েছিলেন বিসিবি বস ফারুক আহমেদ। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে ফারুক বলেন, ‘যদি তদন্তে কোনো কিছু (প্রমাণ) বেরিয়ে আসে, এরপর যে কঠিন শাস্তি দেওয়া হবে সবাই জানেন। আমি যদি সেরকম কিছু পাই, তাদের জীবন কঠিন করে তুলব, আমি কারও অপরাধের ছাড় দেবো না। সিদ্ধান্ত একটাই আসবে এবং সেটি সবার জন্যই প্রযোজ্য হবে। সেটি হবে দৃষ্টান্তমূলক।’
এমআই