
কানকাশন সাব ইস্যুতে ভারতকে ধুয়ে দিল গাভাস্কার!
খেলা ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৩
বিতর্কিত ম্যাচটি শেষ হয়েছে আরও চারদিন আগে। এরপর টি-টোয়েন্টি সিরিজের সবশেষ ম্যাচটিও খেলে ফেলেছে ভারত-অস্ট্রেলিয়া। তবুও সিরিজের চতুর্থ ম্যাচের ‘কানকাশন সাব’ বিতর্ক যেন থামছেই না। এবার সেই বিতর্কে যোগ দিলেন ভারতের সাবেক তারকা সুনীল গাভাস্কার। তবে রেফারির সিদ্ধান্তকে অন্যায় বলে ভারতকে ধুয়ে দিয়েছেন তিনি।
ঘটনাটি অবশ্য গত শুক্রবারের। ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ। ব্যাট হাতে সানজু-অভিষেকের বাজে শুরুর পর দলকে টেনেছিলেন হার্দিক, শিবম দুবে। তবে ইনিংসের শেষ ওভারের একটি বল দুবের মাথায় আঘাত হানে। পরক্ষণেই মাঠে ফিজিও নামলেও দুবেকে স্বাভাবিক মনে করেই তিনি মাঠ ত্যাগ করেন। এমনকি শেষ পর্যন্ত ব্যাট করেছিলেন চেন্নাইয়ের অলরাউন্ডার।
দুবের মাথায় বল আঘাত হানার সুযোগ নিয়েছিল ভারত। নিজেদের বোলিং ইনিংসের সময় এই ব্যাটিং অলরাউন্ডারের পরিবর্তে বোলার হর্ষিত রানাকে মাঠে নামায় গৌতম গাম্ভীর। ভারতের এমন পরিবর্তন নিয়ে সংবাদ সম্মেলনে প্রকাশ্যে সমালোচনা করেছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। এমনকি ম্যাচ শেষে এই ইস্যুতে অ্যালিস্টার কুক, কেভিন পিটারসেনসহ ইংল্যান্ডের সাবেকরা ক্ষোভ ঝেড়েছেন।
কানকাশন সাব ইস্যুতে এবার ভারতকে ধুয়ে দিলেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার সুনীল গাভাস্কার। ভারতের এই কিংবদন্তি টেলিগ্রাফ কলামে লিখেছেন, ‘পুণের ম্যাচে শিবম শেষ পর্যন্ত ব্যাট করল। ওর হেলমেটে বল লাগার পরেও উঠে গেল না। সুতরাং এটা পরিষ্কার যে তার কনকাশন হয়নি। তবুও কীভাবে ওর কনকাশন পরিবর্ত নামানো যায়?’
তিনি বলেন, ‘শিবম যদি সঙ্গে সঙ্গে উঠে যেত, তা হলে বিষয়টা মানা যেত। ওর কনকাশনের ইস্যু করে আরেকজনকে নামানোর সিদ্ধান্তই ভুল। যদি তাঁর পেশিতে টান লাগত, তা হলে ওর পরিবর্ত কাউকে নামানো যেত। তবে সে শুধু ফিল্ডিং করত। বল নয়।’
গাভাস্কার মনে করেন, ভারত আইসিসির নিয়ম মানেনি। বরং ইংল্যান্ডের সাথে ভারত অন্যায় করে ম্যাচ জিতেছে। তিনি বলেন, ‘শিবম ও হর্ষিতের মধ্যে একমাত্র দৈহিক উচ্চতা ও ফিল্ডিংয়ের মান ছাড়া কোনো মিল নেই। যা আইসিসির নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ নয়। ইংল্যান্ডের তো খারাপ লাগবেই। ওদের সঙ্গে অন্যায় হয়েছে।’
ইংল্যান্ডের সাথে চালাকি করে ম্যাচ জেতাও উচিত হয়নি বলে গাভাস্কার বলেন, ‘টি-টোয়েন্টিতে ভারত এখন খুবই দুর্দান্ত দল। ওদের এভাবে চালাকি করে ম্যাচ জেতার দরকার নেই। এতে ভারতীয় ক্রিকেটের গায়েই কালি লাগল।’
এমআই