Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশ ম্যাচের টিকিট নিয়ে কাড়াকাড়ি

বাংলাদেশ ম্যাচের টিকিট নিয়ে কাড়াকাড়ি

খেলা ডেস্ক

০১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৬

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার মাত্র ১৮ দিন বাকি। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে এবারের আসরের পর্দা উঠবে। তাতে ইতোমধ্যেই টুর্নামেন্টটির ম্যাচ টিকিট বিক্রি শুরু করে দিয়েছে আয়োজক দেশ পাকিস্তান। সেখানে বাংলাদেশের ম্যাচ টিকিট নিয়ে কাড়াকাড়ি দেখা গেছে। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ সূত্রে এ তথ্য জানা গেছে।

আট জাতির এই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে ম্যাচটি শুরু হবে ২০ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বে ভারত ছাড়াও পাকিস্তান, নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে নাজমুল শান্তের দল। আগামী ২৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সে ম্যাচের টিকিট নিয়ে রীতিমত কাড়াকাড়ি শুরু হয়েছে।

ম্যাচটির ৩০ শতাংশ টিকিট অনলাইনে ছেড়েছিল পাকিস্তান। কিন্তু দর্শকদের ব্যাপক আগ্রহের মুখে ঘণ্টাখানেকের মাঝেই শেষ হয়ে যায় সেই টিকিট। আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় ধাপের টিকিট বিক্রি। এই ধাপে বাকি ৭০ শতাংশ টিকিট বিক্রি করবে পাকিস্তান। দর্শকদের আগ্রহ দেখে সেই ধাপের টিকিটে ১০ শতাংশ দাম বাড়িয়েছে পিসিবি।

উল্লেখ্য, গ্রুপ পর্বের ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূল্য পাকিস্তান-বাংলাদেশ ও পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের। এই দুই ম্যাচে টিকিট বিক্রি শুরু হয়েছিল ২ হাজার পাকিস্তানি রুপি থেকে। এই দামে কেনা যাবে জেনারেল স্ট্যান্ডের টিকিট। ৪ হাজার রুপিতে ফার্স্ট ক্লাস, ৭ হাজার রুপিতে প্রিমিয়াম এবং ১২ হাজার পাকিস্তান রুপিতে ভিআইপি স্ট্যান্ডের একেকটি টিকিট কিনতে পারবেন দর্শকরা।

এমআই