
বিশ্বকাপে খেলতে জ্যোতিদের এখন যা করতে হবে
খেলা ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৫, ১৮:৩৭
আয়ারল্যান্ডকে ঘরের মাটিতে ৩-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ নারী দল। তাতে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সহজ সমীকরণ ছিল জ্যোতিদের সামনে। ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের সিরিজে দুটি ম্যাচ হারালেই সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পেত বাংলাদেশ। আইরিশদের হোয়াইটওয়াশ করার আত্মবিশ্বাস, ক্যারিবিয়ান নারীদের বাজে ফর্ম- সব মিলিয়ে কঠিন পথটা সহজেই পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেছিল জ্যোতির দল।
স্বপ্নটা শেষমেশ স্বপ্নই রয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজের সাথে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে টাইগ্রেসরা। তাতে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। তবে সরাসরি খেলতে না পারলেও বাংলাদেশের সামনে এখনো সরাসরি কোয়ালিফাই করার সুযোগ রয়েছে। তবে সেই ক্ষেত্রে বিশ্বকাপে খেলতে হলে প্লে অফ বাধা কাটিয়ে আসতে হবে বাংলাদেশকে।
চলতি বছরেই ভারতের মাটিতে বসতে যাচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। সেখানে চ্যাম্পিয়নশিপের টেবিলের বিচারে র্যাংকিংয়ের শুরুর ছয়টি দল সরাসরি বিশ্বকাপ খেলবে। ক্যারিবিয়ানদের সাথে হেরে কপাল পুড়েছে বাংলাদেশের, তবে সুখবর পেয়েছে নিউজিল্যান্ড। ফলে বিশ্বকাপে সরাসরি খেলবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড।
বিশ্বকাপে অংশ নিতে বাকি দুটো দলকে বাছাই পর্ব শেষ করে আসতে হবে। সেখানকার সেরা দুটো দল অংশ নিবে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে। এই বাছাইপর্বে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফলে জ্যোতিদের বিশ্বকাপে অংশ নেওয়ার সমীকরণ অসম্ভব না হলেও দুর্গম বলা চলে।
চলতি বছরের আগস্টে শুরু হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। সেপ্টেম্বরের শেষদিকে পর্দা নামবে এ টুর্নামেন্টের। যদিও টুর্নামেন্টের তারিখ এখনো ঘোষণা করেনি আইসিসি। এমনকি কোয়ালিফায়ার ম্যাচগুলো কখন, কোথায় হবে তাও জানায়নি ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
এমআই