Advertisement
Us Bangla Airlines
এবার নিষিদ্ধ হলেন তানজিম সাকিব, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন তো?

এবার নিষিদ্ধ হলেন তানজিম সাকিব, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন তো?

খেলা ডেস্ক

৩১ জানুয়ারি ২০২৫, ২২:১৮

আগ্রাসী পেসার হিসেবে নাম রয়েছে টাইগার পেসার তানজিম হাসান সাকিবের। প্রতিপক্ষকে বলের পাশাপাশি মুখের শক্তিতেও একাধিকবার ঘায়েল করতে দেখা গিয়েছে তাঁকে। চলতি মাসের মাঝের দিকে বিপিএলে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন তানজিম। তাতেই শাস্তির কবলে পড়েছিলেন এই পেসার।

নওয়াজের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর কারণে সাকিবের নামের পাশে তিনটি ডিমেরিট পয়েন্ট জুড়ে দেওয়া হয়েছিল। তখনই তার নিষেধাজ্ঞার শঙ্কা তৈরি হয়েছিল। কারণ ২৪ মাসের মধ্যে কোনো ক্রিকেটার ৪ ডিমেরিট পেলে তাকে নির্দিষ্ট সংখ্যক ম্যাচের জন্য নিষিদ্ধ করার নিয়ম রয়েছে। এই নিয়ম জুনিয়র সাকিবও ভালো জানেন।

কিন্তু নিয়মের তোয়াক্কা করলেন কই! বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) চিটাগং কিংসের বিপক্ষে নিয়ম লঙ্ঘন করে বসেছেন তিনি। ম্যাচের তৃতীয় ওভারে চিটাগংয়ের ব্যাটার গ্রাহাম ক্লার্ককে আউট করে ব্যাটারের উদ্দেশে কিছু একটা বলেন সাকিব। ঘটনাটি নজর এড়ায়নি দুই অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও মোর্শেদ আলী খানের।

ম্যাচের প্রতিবেদনে তানজিম সাকিবের এমন আচরণে অভিযোগ করেন দুই আম্পায়ার। পরে ম্যাচ রেফারি এহসানুল হক সেজান শাস্তি হিসেবে সাকিবকে একটি ডিমেরিট পয়েন্ট দেন। এর ফলে ৪ ডিমেরিট পয়েন্ট পাওয়া এই ক্রিকেটারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

স্বস্তির খবর হচ্ছে, সাকিবের নিষেধাজ্ঞা শুধু ঘরোয়া ক্রিকেটেই কার্যকর হবে। ফলে চ্যাম্পিয়নস ট্রফিতে এর প্রভাব পড়ার সুযোগ নেই।

এদিকে চলমান বিপিএলে সিলেট ছিটকে যাওয়ায় সাকিবের আর খেলা নেই। আগামী ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) যে দলের হয়ে খেলেন, সেখানে নিষেধাজ্ঞার কারণে প্রথম দুটি ম্যাচে দেখা যাবে না সাকিবকে।

এমআই