Advertisement
Us Bangla Airlines
সৌদি ছাড়লেন নেইমার, ফিরছেন শৈশবের ঠিকানায়

সৌদি ছাড়লেন নেইমার, ফিরছেন শৈশবের ঠিকানায়

খেলা ডেস্ক

২৮ জানুয়ারি ২০২৫, ১৭:১৯

চোটের বিড়ম্বনা কোনোভাবেই ছাড়ছিল না নেইমারকে। ২০২৩ সালে রেকর্ড বেতনে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেওয়ার পর খেলেছিলেনে মোটে ৭ ম্যাচ। এত দামি ফুটবলারের সার্ভিস না পেয়ে বিপাকে সৌদি ক্লাবটিও। ফলে নেইমারকে ছেড়ে দেওয়ার গুঞ্জন উঠেছিল। অন্যদিকে, ক্লাবের দায়বদ্ধতা রেখে নেইমারও চাচ্ছিলেন দেশে ফিরতে। 

এবার দুইয়ের সম্মতিতে সৌদি আরবের মাটিতে ইতি টানলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। গতকাল রাতে আল হিলাল তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে নেইমারের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে। ক্লাবটি জানায়, ‘নেইমার আল হিলাল ক্যারিয়ারে যা দিয়েছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ। আমরা তাঁর সাফল্য কামনা করছি।’

যদিও আল হিলালের আগে নেইমার ক্লাব ছাড়ার বিষয়টি জানিয়েছিল ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। সোমবার এক বিবৃতিতে সান্তোস জানায়, আগামী জুন পর্যন্ত মেয়াদ থাকলেও দুই পক্ষের সম্মতিতে বাতিল করা হয়েছে নেইমারের চুক্তি। এর মধ্যে দিয়ে শেষ হয়েছে সৌদি ক্লাবটিতে তার হতাশাজনক এক অধ্যায়ের।

সান্তোস দিয়েই ফুটবল পাড়ায় বিচরণ ঘটে নেইমারের। এবার আল হিলাল ছেড়ে নিজের শৈশবের ক্লাবেই পাড়ি জমাচ্ছেন এই তারকা ফুটবলার। খুব দ্রুত স্পন্সর জোগাড় করা থেকে শুরু করে তার সাথে আলোচনার কাজটাও সেরে ফেলে সান্তোস। ব্রাজিলের সংবাদমাধ্যমের দাবি, আগামী দুই থেকে তিন দিনেই মধ্যেই আনুষ্ঠানিকভাবে ব্রাজিলিয়ান দলটিতে যোগ দেবেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।

এদিকে ২০২৩ সালে পিএসজি ছেড়ে রেকর্ড বেতনে সৌদিতে পাড়ি জমান নেইমার। কিন্তু চোটের কবলে পড়ে দলটির হয়ে বেশি ম্যাচ খেলতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা। মাত্র ৭ ম্যাচে ১ গোলেই শেষ হয়েছে নেইমারের এশিয়ান ক্লাবটির অধ্যায়। ক্লাবটির হয়ে অবশ্য একটি সৌদি প্রো লিগের শিরোপা জিতেছেন তিনি।

এমআই