Advertisement
Us Bangla Airlines
রাজার সেঞ্চুরির ম্যাচে রায়ান বার্লের রেকর্ড

রাজার সেঞ্চুরির ম্যাচে রায়ান বার্লের রেকর্ড

খেলা ডেস্ক

১২ ডিসেম্বর ২০২৪, ১৫:৩১

আফগানদের বিপক্ষে মাঝারি লক্ষ্যে জিম্বাবুয়ের শুরুটা ছিল মন্থর গতির। ম্যাচ জিততে রাজাদের সামনে শেষ ছয় ওভারে প্রয়োজন ছিল ৫৭ রান। ওভারপ্রতি প্রায় ১০ রান করে দরকারের ম্যাচটা জিম্বাবুয়ের জন্য সহজ করে দেন আফগান বোলার নাভিন উল হক। ম্যাচের ১৫তম ওভারে তার অনিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯ রান যোগ হয় জিম্বাবুয়ের স্কোরবোর্ডে। মাঝে রশিদ-মুজিব রানের লাগাম টানলেও শেষ ওভারে ১১ রান তুলে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি জিতে নেয় সিকান্দার রাজার দল।

টি-টোয়েন্টিতে আফগানদের বিপক্ষে জিম্বাবুয়ের জয় পেতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৫ বছরের বেশি সময়। কুড়ি ওভারের ক্রিকেটে সবশেষ ২০১৯ সালে বাংলাদেশের মাটিতে আফগানদের সাথে জয় পেয়েছিল তারা। তবে এদিন ম্যাচে নেমে ভিন্নরকম সেঞ্চুরি করেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। দলটির হয়ে মোট ১০০ টি-টোয়েন্টি খেলার মাইলফলক অর্জন করেন তিনি। 

বিশ ওভারের ক্রিকেটে রাজার চেয়ে বেশি ম্যাচ খেলেননি জিম্বাবুয়ের কোনো ক্রিকেটার। সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় দলটির হয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন অলরাউন্ডার রায়ান বার্ল। রাজার সেঞ্চুরির ম্যাচে রায়ান বার্লও গড়েছেন নতুন রেকর্ড। আফগানদের বিপক্ষে দুই ক্যাচ ধরে ফিল্ডিংয়ে জিম্বাবুয়ের হয়ে এখন সর্বোচ্চ ক্যাচের মালিক তিনি। 

নতুন রেকর্ড গড়তে সিকান্দার রাজাকে টপকেছেন এ অলরাউন্ডার। টি-টোয়েন্টিতে ৮৬ ম্যাচ খেলা রায়ান বার্লের ক্যাচ সংখ্যা ৪৩, সেখানে শত ম্যাচের রেকর্ডে তালিকাভুক্ত হওয়া জিম্বাবুয়ে কাপ্তান এখন পর্যন্ত প্রতিপক্ষের ৪২টি ক্যাচ ধরেছেন।

সাদা পোশাকে জিম্বাবুয়ের হয়ে এ রেকর্ড অবশ্য জনাথন ক্যাম্পবেলের বাবা আলিস্টার ক্যাম্পবেলের। টেস্ট ম্যাচে এ ওপেনার নিয়েছেন ৬০টি ক্যাচ। ওয়ানডেতে জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন গ্রান্ট ফ্লাওয়ার। প্রায় ১৪ বছর আগে ক্রিকেট থেকে অবসর নেওয়া এ তারকা খেলোয়াড়ের রেকর্ড এখনো কেউ টপকাতে পারেননি।

এমআই