
ইতিহাস গড়ে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা
খেলা ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৫, ১৫:৫৩
একটা গোল কম হলো কী! ব্রাজিলের জালে গতকাল (শুক্রবার) রাতে ৬টি গোল দিয়েছিল আর্জেন্টিনা। আরেকটি গোল দিলেই বিখ্যাত ‘সেভেন আপে’র দুঃস্বপ্ন ফিরতে পারতো ব্রাজিলের ঢেরায়। তবে ১১ বছরের সেই পুরনো লজ্জা থেকে ব্রাজিলকে আপাতত মুক্তি দিয়েছে আর্জেন্টিনা। যদিও সেলেসাওদের হারিয়ে এর মাঝেই ইতিহাস গড়ে ফেলেছে আলবিসেলেস্তেরা।
দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে ৬-০ গোলে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীরা। মহাদেশীয় চ্যাম্পিয়নশিপটির ইতিহাসে এর আগে এত বেশি ব্যবধানে কখনোই হারেনি ব্রাজিল। সর্বোচ্চ ৩ গোলের ব্যবধানে হেরেছিল হলুদ জার্সিধারীরা। এমনকি এই টুর্নামেন্টে কোনো দলের এত বড় ব্যবধানে হার দেখা মিললো প্রায় এক যুগ পর। ২০১৩ সালে বলিভিয়ার জালে ৬ গোল করেছিল কলম্বিয়া।
এদিকে জাতীয় দলের যে কোনো স্তর (অনূর্ধ্ব-১৫ থেকে সিনিয়র দল) বিবেচনায় ব্রাজিলের বিপক্ষে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে ১৯৪০ সালে রোকা কাপে ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা জাতীয় দল।
— Selección Argentina (@Argentina) January 25, 2025— Selección Argentina (@Argentina) January 25, 2025
স্পেনের ভ্যালেন্সিয়ায় মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে শুরুতেই গোলের বন্যা বইয়ে দেয় আর্জেন্টিনা। ১১ মিনিটের মধ্যেই ৩ গোল পায় তারা। ৬ মিনিটে প্রথম গোলটি করেন ইয়ার সুবিয়াব্রে। ৮ম মিনিটে আর্জেন্টিনাকে দ্বিতীয় গোলটি এনে দেন ম্যানচেস্টার সিটির (এখন ধারে রিভার প্লেটে) ১৯ বছর বয়সী ফরোয়ার্ড এচেভেরি। তিন মিনিট পর আত্মঘাতী গোল করে বসেন ব্রাজিলের রাইট ব্যাক ইগর সেরাতো।
এরপর প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বিরতি থেকে ফিরে আবারো জ্বলে ওঠে আর্জেন্টিনা। ম্যাচের ৫২, ৫৪ ও ৭৮ মিনিটে আরও তিন গোল করে তারা। ৫২তম মিনিটে আর্জেন্টিনাকে গোল এনে দেন অগাস্তিন রুবের্তো। ৫৪তম মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলতি করেন এচেভেরি। শেষ গোলটি সান্তিয়াগো হিদালগোর।
এমআই