
২০২৬ বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন নেইমার
খেলা ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৮
বিশ্বকাপে ইতোমধ্যে তিন আসর খেলেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সবশেষ ২০২২ সালে কাতার বিশ্বকাপে অংশ নিয়েছিলেন এ ফুটবলার। কাতারের পর আর বিশ্বকাপ আসরে খেলবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে নেইমারের সেই ভাবনায় এসেছে পরিবর্তন। ব্রাজিলকে শিরোপা জেতাতে আরও এক আসর মাঠে নামবেন তিনি।
সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টের সাংবাদিক মারিওন বার্তোল্লি ও বেনোইত বোউত্রনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন নেইমার। সাক্ষাৎকারে সাবেক বার্সা তারকার কাছে জানতে চাওয়া হয়, ২০২৬ বিশ্বকাপ জয় তাঁর ক্যারিয়ারের শেষ লক্ষ্য কি না।
জবাবে নেইমার বলেন, ‘সবার আগে আমি আল হিলালের হয়ে ভালো একটি মৌসুম কাটাতে চাই। মারাত্নক এক চোট থেকে কেবল ফিরেছি। নিজের পর্যায়ে ফিরতে ও কেন এখানে আছি, তা বোঝাতে এখনো হাতে সময় আছে। আমার অগ্রাধিকার হলো- ভালোভাবে সেরে ওঠা। শারীরিক সক্ষমতা বাড়িয়ে আবারও খেলা শুরু করা। আল হিলালের হয়ে আমি ২০২৫ ক্লাব বিশ্বকাপ খেলতে চাই। কারণ, ক্লাবের জন্য এটা গুরুত্বপূর্ণ।’
নেইমার এরপর ২০২৬ বিশ্বকাপ নিয়ে বলেছেন, ‘অবশ্যই বিশ্বকাপে খেলা সব খেলোয়াড়েরই লক্ষ্য। আমি এরই মধ্যে তিনটি বিশ্বকাপে খেলেছি। অবশ্যই চতুর্থটিতেও খেলতে চাই। এটায় মনোযোগী থাকতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।’
ইনজুরিপ্রবণ খেলোয়াড় হিসেবে নেইমার ফুটবলপাড়ায় বেশ আলোচিত। জাতীয় দলের জার্সিতে ২০২৬ বিশ্বকাপে খেলার প্রত্যয় এমন সময় ব্যক্ত করেছেন, যখন সবশেষ ১৪ ম্যাচে ব্রাজিলের জার্সিতে একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি। ইনজুরির কারণে খেলতে পারছেন না ক্লাব ফুটবলেও।
বিশ্বকাপ বাছাইয়ে গত বছর ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে ম্যাচে সর্বশেষ বড় চোটে পড়েছিলেন নেইমার। বাঁ হাঁটুতে এসিএল চোটের পাশাপাশি মিনিসকাসেও আঘাত পেয়েছিলেন তিনি। এক বছর পর এ বছর অক্টোবরে আল হিলালের হয়ে মাঠে ফিরলেও গত মাসে পাওয়া চোটে আবারও এক মাসের জন্য ছিটকে পড়েন এ খেলোয়াড়।
উল্লেখ্য, ব্রাজিলের জার্সিতে নেইমারই এখন সর্বোচ্চ গোলদাতা। গত বছরে সেপ্টেম্বরে কিংবদন্তি পেলেকে (৯২ ম্যাচে ৭৭ গোল) পেছনে ফেলেন নেইমার (১২৮ ম্যাচে ৭৯)।
এমআই