Advertisement
Us Bangla Airlines
ফুটবল বিশ্বে সবচেয়ে ধনী যে ১০ ক্লাব

ফুটবল বিশ্বে সবচেয়ে ধনী যে ১০ ক্লাব

খেলা ডেস্ক

২৩ জানুয়ারি ২০২৫, ১৮:৪৩

ফুটবল ক্লাবগুলোতে মাঠের লড়াইয়ের বাইরেও আরেকটি লড়াই দেখা যায়। সেটা অর্থের ঝনঝনানি। টাকার খেলায় কোন ক্লাব কার থেকে এগিয়ে যাবে, সেটা নিয়েও প্রতিদ্বন্দ্বিতা চলে। ফুটবল পাড়ায় এমন প্রতিযোগিতায় ভক্তদের আগ্রহও কম নয়। সমর্থিত ক্লাব বছর শেষে কতটা এগিয়েছে, সেটা নিয়েও বাকযুদ্ধের লড়াই নিয়মিত। ক্লাবগুলোর এসব আর্থিক অবস্থানের খবর জানায় বিশ্বখ্যাত অর্থনৈতিক নিরীক্ষা প্রতিষ্ঠান ডেলয়েট।

বার্ষিক আয়ের হিসাবে লম্বা সময় ধরে আধিপত্য করছে রেকর্ডের ক্লাব রিয়াল মাদ্রিদ। চলতি বছরেও আরেকটি রেকর্ড গড়েছে ক্লাবটি। বিশ্বের প্রথম ফুটবল ক্লাব হিসেবে এক বছরে ১ বিলিয়ন বা ১০০ কোটি ইউরো আয় করে এবার তাক লাগিয়ে দিয়েছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। বুধবার (২২ জানুয়ারি) আর্থিক কনসালটিং ফার্ম ডেলয়েট মানি লিগের জরিপ থেকে এ তথ্য জানা গেছে।

গত মৌসুমে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল মাদ্রিদ। তাতে ক্লাবটির আয় হয়েছে ১০৪ কোটি ৫৫ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ হাজার ৩১৪ কোটি টাকার সমান। রেকর্ড গড়া এই আয়ে প্রথমবারের মতো বিলিয়নার ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করেছে মাদ্রিদের ক্লাবটি। 

রিয়ালের এত আয়ের কারণ অবশ্য ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু। স্টেডিয়ামটি সংস্কার করায় ম্যাচ ডেতে রিয়ালের আয় দ্বিগুণ হয়েছে। যার পরিমাণ ২৪ কোটি ৮০ লাখ ইউরো। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে বিরুদ্ধে শব্দদূষনের অভিযোগ রয়েছে। যে কারণে এই স্টেডিয়ামে আপাতত কনসার্ট আয়োজন বন্ধ রেখেছে রিয়াল।

আয়ের হিসাবে দ্বিতীয় স্থানে আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা এই ক্লাবের আয় ৮৩ কোটি ৮০ লাখ ইউরো। শীর্ষ পাঁচের বাকি ক্লাবগুলো হলো- পিএসজি (৮০ কোটি ৬ লাখ ইউরো), ম্যানচেস্টার ইউনাইটেড (৭৭ কোটি ১০ লখ ইউরো ও বায়ার্ন মিউনিখ (৭৬ কোটি ৫০ লাখ ইউরো) মানি লিগে শীর্ষ তিনে অবস্থানের কোনো পরিবর্তন এবারও হয়নি।

শীর্ষ ১০ ক্লাবের তালিকায় ইংলিশ প্রিমিয়ার লিগেরই আধিপত্য। বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ লিগ খ্যাত এই লিগের ৬টি ক্লাব আছে সেরা দশে। সপ্তম স্থানে আর্সেনাল (৭১ কোটি ৬৫ লাখ ইউরো), লিভারপুল (৭১ কোটি ৪৭ লাখ ইউরো), টটেনহ্যাম (৬১ কোটি ৫ লাখ ইউরো) ও চেলসি (৫৪ কোটি ৫৫ লাখ ইউরো)। 

এ তালিকায় পিছিয়েছে রিয়ালের অন্যতম প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা। নিজেদের স্টেডিয়াম ক্যাম্প ন্যু সংস্কার কার্যক্রমে ব্যস্ত থাকায় আয় কমেছে ক্লাবটির। মানি লিগে কাতালানরা পিছিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান নিয়েছে।

এমআই