Advertisement
Us Bangla Airlines
বিপিএল ধারাভাষ্যে কবে আসছেন ড্যানি মরিসন

বিপিএল ধারাভাষ্যে কবে আসছেন ড্যানি মরিসন

খেলা ডেস্ক

১০ জানুয়ারি ২০২৫, ১৯:৫০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ধারাভাষ্যের মান নিয়ে অভিযোগটা দীর্ঘদিনের। কমেন্ট্রি বক্সে বিশ্ব ক্রিকেটের অপরিচিত ব্যক্তিদের এনে বসিয়ে দেওয়া হয়। তাতে জমে ওঠা ম্যাচেও পাওয়া যায় না ক্রিকেটীয় আমেজ। এমন অভিযোগের মাঝে চলতি বিপিএলে কমেন্ট্রি বক্সের নামে চমক দেখিয়েছে বিসিবি। মাঠের উন্মাদনা বাড়াতে এবারের বিপিএলে আসছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন। 

ড্যানি ছাড়াও আছেন আরও কিছু বিদেশি ধারভাষ্যকার। শ্রীলঙ্কার পারভেজ মাহরুফ, পাকিস্তানের আমির সোহেল, দক্ষিণ আফ্রিকার এইচডি আকারম্যান, ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার কার্টলি আমব্রোস এবং জিম্বাবুয়ের টিনো মায়োয়ো এবারের বিপিএলে ধারাভাষ্য দিচ্ছেন। তবে বিশ্ব ক্রিকেটে এরা জনপ্রিয় ধারাভাষ্যকার নন। বরং বিপিএলের গত আসরেও দেখা মিলেছে এসব কমেন্টেটরদের।

তবে সবমিলিয়ে ধারাভাষ্য প্যানেলে এবারের একমাত্র চমক ওই ড্যানি মরিসন। বিপিএলের ঢাকার প্রথম পর্ব শেষ হয়ে সিলেট পর্ব চললেও এখনো দেখা মিলেনি সাবেক কিউই ক্রিকেটারের। তাতে প্রশ্ন উঠেছে, শেষ পর্যন্ত বিপিএলে আসবেন তো ড্যানি মরিসন? অবশেষে ড্যানির আসার খবর জানা গেছে।

বিসিবি সূত্রে জানা যায়, মরিসনকে দ্রুতই দেখা যাবে সিলেটে। সব ঠিক থাকলে আগামী ১২ তারিখের ম্যাচ থেকে কমেন্ট্রি প্যানেলে দেখা যাবে তাকে। তবে জনপ্রিয় এ ধারাভাষ্যকার ঠিক কতদিন বিপিএলে থাকবেন, কিংবা শেষ পর্যন্ত থাকবেন কি না, তা নিয়ে কোনো তথ্য জানা যায়নি।

একনজরে বিপিএলের ধারাভাষ্যকারদের তালিকা

আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরী, সমন্বয় ঘোষ, মাজহার উদ্দিন অমি, টিনো মায়োয়ো, আমির সোহেল, স্যার কার্টলি আমব্রোস, এইচডি আকারম্যান ও ড্যানি মরিসন। 

এমআই