Advertisement
Us Bangla Airlines
হেলসের সঙ্গে ঝামেলা করে শাস্তির মুখে তামিম

হেলসের সঙ্গে ঝামেলা করে শাস্তির মুখে তামিম

খেলা ডেস্ক

১০ জানুয়ারি ২০২৫, ১৮:৫৬

ম্যাচ জিততে শেষ ওভারে প্রতিপক্ষের প্রয়োজন ২৬ রান। এমন সমীকরণে বোলিং দলের পক্ষে বাজি ধরতে চাইবে যে কেউ। কারণ, ৬ বলে ২৬ রান করা যেকোনো ব্যাটারের জন্যই দুঃসাধ্য ব্যাপার। এমনকি পার্ট টাইম বোলার হলেও জেতার সাহস রাখবে বোলিং দল। কাইল মায়ার্সের ওপর সেই আত্মবিশ্বাস রেখেই বল তুলে দিয়েছিল ফরচুন বরিশাল।

পরের ঘটনাটা অবশ্য সবার জানা। মায়ার্সের ওভারে ৩০ রান তুলে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন নুরুল হাসান সোহান। মুখের সামনে থেকে খাবার তুলে নেওয়ার মতো বরিশালের জয় ছিনিয়ে নিয়েছিল রংপুর। তাতে মেজাজ ধরে রাখতে পারেননি বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ডাগ আউটে বসে উচ্চস্বরে কথা বলতে দেখা গিয়েছিল তাঁকে।

হেলসের ওপর কেন চটেছিলেন তামিম

তামিমের চড়া মেজাজের মাঝে যেন ঘি ঢেলেছেন রংপুরের ওপেনার অ্যালেক্স হেলস। ম্যাচ শেষে হাত মেলানোর সময় তামিমের সাথে বাজে অঙ্গভঙ্গি করেছেন এ ক্রিকেটার। হেলসের এমন আচরণে আরও চটে যান তামিম ইকবাল। ম্যাচ শেষে ইংলিশ ওপেনারের দিকে তেড়ে যান বরিশাল অধিনায়ক।

হেলসকে উদ্দেশ্য করে তখন তামিম বলেন, ‘এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’ এরপর হেলসও জবাব দিয়েছেন। তাতে তর্কে জড়িয়ে পরেন এই দুই ক্রিকেটার। এক পর্যায়ে মেজাজ হারিয়ে তামিম হেলসের দিকে এগিয়ে যান। তখন তামিমকে টেনে ধরেন রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। বাকি ক্রিকেটার ও স্টাফরাও দুজনকে শান্ত করার চেষ্টা করেন।

‘বাংলাদেশে খেলতে ভীষণ উপভোগ করি’

হেলসের সাথে এমন আচরণে তামিমকে শাস্তি দিয়েছে বিপিএলের শৃঙ্খলা কমিটি। ম্যাচটির রেফারির দায়িত্বে থাকা নিয়ামুর রশিদ রাহুল শাস্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তামিমকে মৌখিক সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টস তার নামের পাশে যোগ হয়েছে।

রংপুর-বরিশাল ম্যাচে এমন দৌরাত্ম্য অবশ্য গত আসর থেকে। তামিম-সাকিব দ্বন্দ্বে সেবার আউট নিয়ে উভয়ের মুখভঙ্গি বেশ সমালোচনার জন্ম দিয়েছিল। এবার মাঠে সেই ভঙ্গিই করেছেন রংপুরের হয়ে খেলা অ্যালেক্স হেলস। এমনকি ম্যাচ শেষে হাত মেলানোর সময়েও এমন আপত্তিকর মুখভঙ্গি করেন ইলিংশ ওপেনার।

এমআই