
পিএসএলে যাওয়ার আগে যে বার্তা দিলেন রিশাদ হোসেন
খেলা ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৫, ১৮:১২
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশাল দলে ব্যস্ত সময় পার করছেন রিশাদ হোসেন। বিপিএলের ব্যস্ততায় বিগ ব্যাশে দল পেয়েও খেলতে যেতে পারেননি তিনি। তবে এরই মাঝে পিএসএলের ড্রাফট থেকে টাইগার লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে টুর্নামেন্টটির দুবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। তবে পিএসএল খেলতে রিশাদ অনাপত্তি পাবেন কি না, এখনো জানায়নি বিসিবি।
ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তি পত্র না পেলেও ইতোমধ্যে কালান্দার্সের হয়ে বার্তা দিয়েছেন রিশাদ হোসেন। ফ্র্যাঞ্চাইজি দলটির সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় রিশাদ বলেন, ‘পিএসএলের দশম আসরে লাহোর কালান্দার্সের হয়ে যোগ দিতে পেরে আমি অনেক উচ্ছ্বসিত।’
তিনি বলেন, ‘পিএসএলের এমন একটা চ্যাম্পিয়ন দলের হয়ে খেলতে পেরে আমি অনেক গর্বিত।’ সমর্থকদের কাছে দোয়া চেয়ে এই লেগ স্পিনার বলেন, ‘দোয়া করবেন, আমি যেন আমার সেরাটা দিয়ে লাহোর কালান্দার্সকে চ্যাম্পিয়ন করতে পারি। পিএসএলে যেন আমার অভিজ্ঞতা এবং দক্ষতা প্রদর্শন করতে পারি।’
এর আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, বিগ ব্যাশ, জিম আফ্রো টি-টেন লিগে দল পেয়েছিলেন রিশাদ হোসেন। কিন্তু জাতীয় দলের ব্যস্ততায় বিসিবি থেকে একবারও অনাপত্তি পত্র পাননি এ ক্রিকেটার। তবে সব ঠিক থাকলে এবার পিএসএলে যাওয়ার অনুমতি পেতে পারেন রিশাদ হোসেন। তাতে পিএসএলই হতে পারে রিশাদের প্রথম বিদেশি টুর্নামেন্ট।
টি-টোয়েন্টিতে জাতীয় দলের জার্সিতে ২০২৩ সালে অভিষেক হয় রিশাদের। তাতে এখন পর্যন্ত ৩০ ম্যাচ খেলা এই ক্রিকেটার বল হাতে তুলেছেন ৩৮ উইকেট। এরমধ্যে সবশেষ বছরেই ৩৫ উইকেট তুলেছিলেন এই লেগ স্পিনার। জাতীয় দলের পাশাপাশি বিপিএলেও নৈপুন্য দেখাচ্ছেন রিশাদ। সবশেষ ম্যাচে ব্যাট হাতে ৩৯ রানের ঝড়ো ইনিংসের পাশাপাশি বল হাতে নিয়েছেন ১ উইকেট।
এমআই