Advertisement
Us Bangla Airlines
অবিশ্বাস্য ফিল্ডিংয়ে বরিশালের জয়, যা বললেন রিশাদ

অবিশ্বাস্য ফিল্ডিংয়ে বরিশালের জয়, যা বললেন রিশাদ

খেলা ডেস্ক

২৩ জানুয়ারি ২০২৫, ১৫:৫৯

খুলনা টাইগার্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামা ফরচুন বরিশালের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই তামিম ইকবাল ও ডেভিড মালানের উইকেট তুলে নিয়েছিল খুলনার মেহেদী মিরাজ। পাওয়ার প্লেতে রান আউটের কবলে পড়ে অভিজ্ঞ মুশফিকও কাটা পড়েন। তাতে প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান তুলে ফরচুন বরিশাল।

বরিশালের ইনিংসে ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যক্তিগত ৫০ রান করে এই ব্যাটার আউট হলেও বরিশালের রান বাড়িয়েছিলেন রিশাদ হোসেন। ৫ চার ও ১ ছক্কায় উনিশ বলে ৩৯ রান করেন এই ডানহাতি ব্যাটার। বল হাতেও স্পিন ঘূর্ণিতে নিয়েছিলেন ১ উইকেট। তবে ম্যাচে ইমপ্যাক্ট ফেলার মতো রিশাদের বড় অবদান ছিল ফিল্ডিংয়ে।

রিশাদ কেন একাদশের বাইরে, ব্যাখ্যা দিলো তামিমের বরিশাল

সীমানার কাছ থেকে করা দারুণ এক থ্রোতে ফিরিয়েছেন খুলনার মাহিদুল ইসলাম অঙ্কনকে। দৌড়ের মাঝেই একদম উইকেটের লক্ষ্যে এমন থ্রো করা বেশ কঠিনই বটে। রিশাদের ফিল্ডিংয়ে রান আউট হয়েছিলেন চলতি বিপিএলে খুলনার সবচেয়ে ইনফর্ম ব্যাটার। সেই রান আউটকেই ম্যাচের মোড় হিসেবে দেখছে খুলনা টাইগার্স।

ম্যাচ জয়ে বড় অবদান রেখেও উচ্ছ্বাস নেই রিশাদের। খেলা শেষে সংবাদ সম্মেলনে রিশাদ বলেছেন, ‘দিন আসলে আমার ছিল কি না জানি না। চেষ্টা করেছি এতটুকুই।’

অঙ্কণের রান আউট নিয়ে এ অলরাউন্ডার বলেন, ‘সীমানায় ফিল্ডিং করলে এ রকম সুযোগ কয়েকটা আসে। (দৌড়ে) ধরে ফেলতে পেরেছি, এজন্য অ্যাডজাস্ট করে (থ্রো) মেরে দিয়েছি আর কী। এসবের জন্য ফিল্ডিং অনুশীলন একটু ভিন্ন হয়, আক্রমণাত্মক। যেহেতু সীমানায় ফিল্ডিং করি। স্লগ ওভারে সীমানায় ফিল্ডিং করলে একটু আক্রমণাত্মক ও আগ্রাসী থাকতে হয়।’

বিগ ব্যাশের পর পিএসএলেও দল পেলেন রিশাদ

ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেলার পেছনের গল্পও শুনিয়েছেন এ ব্যাটার। নিজের পরিকল্পনা নিয়ে রিশাদ বলেন, ‘নিজের প্রতি ধৈর্য্য ও বিশ্বাস রেখেছিলাম। নিজের শক্তিমত্তার বাইরে যাইনি। চেষ্টা করেছি দলকে কীভাবে ব্যাটিংয়ে সাহায্য করা যায়। আমি শুধু নিজের পরিকল্পনায় ছিলাম।’

এমআই