
চোট কাটিয়ে রংপুরের সঙ্গে যোগ দিলেন সৌম্য সরকার
খেলা ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৫, ১৯:৩৪
গ্লোবাল সুপার লিগে ভালো সময় কাটিয়েছেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার। ব্যাট হাতে রংপুর রাইডার্সকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। রংপুরকে শিরোপা জিতিয়ে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সৌম্য। ওয়ানডে ফরম্যাটে বিশেষ কিছু না করলেও টি-টোয়েন্টিতে ছিলেন দুর্দান্ত। শেষ পর্যন্ত বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করলেও দুঃসংবাদ নিয়ে দেশে ফিরেছিলেন সৌম্য।
টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন এ বাঁহাতি ওপেনার। স্লিপে ক্যাচ তালুবন্দী করতে গিয়ে বলের আঘাতে আঙুলের হাড় ছিঁড়ে যায় সৌম্যর। ফলে আঙুল কেটে যাওয়ায় সৌম্যর হাতে পড়েছে পাঁচ সেলাই। তাতে টি-টোয়েন্টি সিরিজ তো বটেই, বাইশ গজ থেকে অন্তত তিন সপ্তাহের জন্য বাইরে থাকবেন বলে জানিয়েছিল বিসিবির মেডিকেল বিভাগ।

ক্যারিবিয়ান সিরিজ শেষ হওয়ার তিন সপ্তাহ পার হলেও আঙুলের সেই চোট কাটাতে পারেনি সৌম্য সরকার। বরং তিন সপ্তাহের পরিবর্তে মাসখানেক সময় লেগে গেলেও সৌম্যকে বিপিএলের দলে পাওয়া যায়নি। তবে বাঁহাতি এ হার্ডহিটারকে নিয়ে এবার সুখবর দিয়েছে রংপুর রাইডার্স। ইনজুরি কাটিয়ে চট্টগ্রামে পর্বে রংপুরের সঙ্গে যোগ দিয়েছেন এ ব্যাটিং অলরাউন্ডার।
নিজেদের ফেসবুক পেইজে সৌম্যর একটি ভিডিও দিয়ে রংপুর জানায়, ‘রংপুরের রঙে হয়েছেন গ্লোবাল চ্যাম্পিয়ন, অপেক্ষা ছিলো বিপিএল রাঙানোর! ইনজুরির থাবা থেকে মুক্ত রাইডার সৌম্য সরকার! পাগলা রাইডার্স, বিপিএলে সৌম্য ঝড় দেখতে প্রস্তুত তো?’
ইনজুরির থাবা থেকে সৌম্যর মুক্ত হওয়ার খবর জানালেও তার ফিটনেসের অবস্থা জানা যায়নি। এমনকি কবে থেকে খেলতে পারবেন এ বিষয়ে কোনো কিছু নিশ্চিত করেনি রংপুর। তবে বাইশ গজের গালিচায় সৌম্যকে শিগগিরই দেখা যাবে বলে বার্তা দিয়ে রেখেছে বিপিএলে এবারের আসরের একমাত্র অপরাজিত দল রংপুর।
এমআই