
পারিশ্রমিক জটিলতায় রাজশাহীর অনুশীলন বাতিল, ম্যাচ বয়কটের হুমকি
খেলা ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৫, ১৭:৫৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরাবরই সমালোচনার বিষয় পারিশ্রমিক ইস্যু। গত কয়েক আসরে এ বিষয় একাধিকবার সংবাদের শিরোনামে জায়গা নিয়েছে। সবশেষ গ্লোবাল সুপার লিগে বিপিএলের পারিশ্রমিক নিয়ে বোমা ফাটিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি লেগ স্পিনার ইমরান তাহির। চলতি বছরে নতুন প্রত্যয়ে শুরু হয়েছিল বিপিএলের একাদশ আসর। তাতে এসব বিষয় সমাধান করেই বিপিএল শুরুর স্বপ্ন দেখিয়েছিল বিসিবির নতুন বোর্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বপ্ন বোনা জাল যেন অকালেই ছিঁড়ে পড়েছে। আবারও আলোচনায় ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু। বিপিএল মাঝপথে চলে এলেও এখনো এক টাকাও পাননি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। ফলে নির্ধারিত সূচিতে থাকা অনুশীলন বয়কট করেছে এনামুল হক বিজয়ের দল। পাশাপাশি পারিশ্রমিক না পেলে পরবর্তী ম্যাচ খেলবে না বলে হুমকিও দিয়েছেন তারা।

বিপিএলের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যেক খেলোয়াড়কে পাওনা টাকার ৫০ শতাংশ দিয়ে দেওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিদের। টুর্নামেন্ট চলাকালীন দিয়ে দিতে হবে আরও ২৫ শতাংশ। বাকি ২৫ শতাংশ টাকা দিতে হবে টুর্নামেন্ট শেষে।
এমন নিয়মের তোয়াক্কা না করেই শুরু হয়েছিল বিপিএলের এবারের আসর। টুর্নামেন্ট শুরুর আগেই জানা গিয়েছিল, কোনো টাকা না পেয়ে এবারও বাইশ গজে নামছেন ক্রিকেটাররা। এর মধ্যে বিপিএলে অংশগ্রহণ করা নিয়ে দোদুল্যমান থাকা দুর্বার রাজশাহীর অবস্থা নাজুক। ফ্র্যাঞ্চাইজি থেকে টাকা না পাওয়ার বিষয়টি সংবাদ সম্মেলন থেকে অকপটে স্বীকার করেছিলেন রাজশাহীর অধিনায়ক এনামুল বিজয়।
বিপিএলের ২০ ম্যাচ পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো পারিশ্রমিক পায়নি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। বিষয়টি নতুন করে সামনে আসে, তাসকিন-বিজয়দের অনুশীলনকে ঘিরে। চট্টগ্রাম পর্ব সামনে রেখে আজ (বুধবার) এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। দলটির তরফেও গণমাধ্যমকে এমনটাই জানানো হয়েছিল। তবে হঠাৎ করেই সেই অনুশীলন বাতিল করা হয়।
Preparing for greatness
হঠাৎ করে কেন অনুশীলন বাতিল করা হলো, খুঁজতে গিয়ে জানা গেল ভিন্ন কারণ। পারিশ্রমিক বকেয়া থাকায় অনুশীলন বয়কট করেছেন ক্রিকেটারা। এমনকি আজকের মধ্যে চুক্তির অর্থ পরিশোধ না করা হলে পরবর্তী ম্যাচ খেলবে না বলেও হুমকি দিয়েছে তারা। বিপিএলের সূচি অনুযায়ী, আগামীকাল চট্টগ্রাম পর্বে নতুন ম্যাচ খেলতে নামবে দুর্বার রাজশাহী।
এমআই