
বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলবেন কামিন্স!
খেলা ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৫, ১৭:০৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মানসম্মত বিদেশি ক্রিকেটারদের হাহাকার দীর্ঘদিনের। ইদানীংকালে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির ব্যস্ততার মাঝে কিছু ক্রিকেটার অবসর সময়ে বিপিএল খেলতে আসেন। এবার যেমন এসেছেন, ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস এবং জেসন রয়। আইএলটি-২০ টুর্নামেন্ট শুরুর আগের কয়েকদিন বিপিএলে খেলেছেন এ ওপেনারদ্বয়। তারপর দুবাইতে পাড়ি জমিয়েছেন তারা।
বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়ার এই নৈমিত্তিক ঘটনা বিপিএলের দর্শকদের কাছে স্বাভাবিকই বটে। এমনকি গঠনতান্ত্রিক নিয়মে ডিরেক্ট সাইনিং থেকে খেলোয়াড়দের আসা-যাওয়ার দৌড়ঝাঁপে বাধা নেই বিসিবির। তাতেই বিপিএলের মাঝপথে কিছু ক্রিকেটারদের আসতে দেখা যায়। বোলিং শক্তি বাড়াতে এবার বিপিএলের মাঝপথে কামিন্সকে দলে ভিড়িয়েছে দুর্বার রাজশাহী।
সামাজিক যোগাযোগমাধ্যমে গত দুদিন ধরেই কামিন্সের বিপিএলের আসার খবর বেশ উত্তাপ ছড়াচ্ছে। তবে সেটা প্যাট কামিন্স না, ওয়েস্ট ইন্ডিজের মিগুয়েল কামিন্স! পুরো নাম শুনলেই এ খেলোয়াড়কে অপরিচিত মনে হওয়ারই কথা। জাতীয় দলের জার্সিতে খেলেছেন নামমাত্র ম্যাচ। স্বীকৃত ক্রিকেটেও দেখা যায়নি তেমন একটা।
ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত খেলেছেন মিগুয়েল কামিন্স। উত্থান-পতনের ক্যারিয়ারে ক্যারিবিয়ানদের হয়ে ১৪ টেস্ট আর ১১ ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে তার। টেস্টে ২৭ আর ওয়ানডেতে ৯ উইকেট আছে এ ফাস্ট বোলারের ঝুলিতে। আর সবশেষ স্বীকৃত ক্রিকেট খেলেছেন ২০২২ সালে, ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে।
সিপিএলে খেলার অভিজ্ঞতা আছে এ ক্যারিবিয়ান ক্রিকেটারের। তবে কোনো জায়গাতেই খুব একটা স্থায়ী ছাপ রাখতে পারেননি এই পেসার। ভাইটালিটি ব্লাস্টে ৩ ম্যাচে ৫ উইকেট আর সিপিএলে ৮ ম্যাচে ১ উইকেটের পরিসংখ্যান নিয়ে বাংলাদেশে আসছেন তিনি। বিপিএলে চট্টগ্রাম পর্ব থেকে দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে তার।
পরিসংখ্যানের বিচারে ভালো অবস্থানে নেই দুর্বার রাজশাহী। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র ৪ পয়েন্ট অর্জন করেছে আনামুল হক বিজয়ের দল। সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে গত বরিবার ঢাকা ক্যাপিটালসের কাছে ১৪৯ রানে হেরেছে রাজশাহী। নতুনভাবে দলে আসা মিগুয়েল কামিন্স এই দলের চিত্র কতটা বদলাতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।
এমআই