
কবে মাঠে নামছেন সৌম্য, যা জানাল বিসিবি
খেলা ডেস্ক
০২ জানুয়ারি ২০২৫, ১৬:০২
স্লিপে ক্যাচ ধরার দক্ষতায় সৌম্যকে দেশসেরা বলা যেতেই পারে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্লিপে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন এ অলরাউন্ডার। বলের আঘাতে আঙুল ছিঁড়ে যাওয়ায় হাতে ৫টি সেলাই লেগেছে। তাতে সৌম্যকে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকার পরামর্শ দিয়েছিল মেডিকেল বিভাগ।
সৌম্য ইনজুরিতে এমন সময় পড়েছেন, যখন তিনি ফর্মের তুঙ্গে। এমনকি ক্যারিবিয়ান সিরিজের আগে গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর রাইডার্সকে একাই টেনেছিলেন এ বাঁহাতি। ম্যাচ সেরার পাশাপাশি টুর্নামেন্ট সেরা হয়েছিলেন সাতক্ষীরার সন্তান। সৌম্যর ইনজুরিতে বিসিবির পাশাপাশি বিড়ম্বনায় পড়েছে রংপুরের রাইডার্স। দারুণ ফর্মে থাকা এ ওপেনারকে বিপিএলের শুরু থেকে পাচ্ছে না তারা।
গত ১৮ ডিসেম্বর ইনজুরিতে পড়েছিলেন সৌম্য সরকার। তাতে আগামী তিন সপ্তাহ হিসাব করলে জানুয়ারির ৯-১০ তারিখে মাঠে ফেরার কথা ছিল সৌম্যর। কিন্তু সেটা আপাতত হচ্ছে না। বরং তিন সপ্তাহের পরিবর্তে প্রায় মাসখানেক সময় লেগে যাচ্ছে সৌম্যর।
এদিকে দ্রুত মাঠে ফিরতে চলতি সপ্তাহেই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েছেন সৌম্য। এভারকেয়ার হাসপাতালের ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে হাতের সেলাই কাটার কথা রয়েছে সৌম্যের। এমনটাই নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ। ধারণা করা হচ্ছে, সব ঠিক থাকলে বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে খেলার প্রবল সম্ভাবনা রয়েছে সৌম্যের।
এর আগে সৌম্যেকে নিয়ে দেওয়া এক বিবৃতিতে বিসিবি জানিয়েছিল, সৌম্যর আঙুল কেটে যাওয়ায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া এক্স-রে করে দেখা গেছে, আঘাত পাওয়া জায়গায় হাড় স্থানচ্যুত হয়েছে। ফলে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ওপেনারকে।
এমআই