
বিগ ব্যাশের পর পিএসএলেও দল পেলেন রিশাদ
খেলা ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫, ২২:৩৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক হিসেবেই যেন আর্বিভূত হয়েছিলেন রিশাদ হোসেন। সাত ম্যাচে ৭. ৭৬ ইকোনমিতে তুলেছিলেন ১৪ উইকেট। এমন অর্জনের পর অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে দল পেয়েছিলেন এ লেগ স্পিনার। বিসিবি থেকে রিশাদ ছাড়পত্র পেলেও বিপিএলের ব্যস্ততায় বিগ ব্যাশে যেতে পারেননি টাইগারদের স্পিন বোলিং সেনসেশন।
বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখন পর্যন্ত না খেলা রিশাদ এবার দল পেলেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন তিনি। প্লেয়ার্স ড্রাফট থেকে রিশাদকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স। সিলভার ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার। একই ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন দাস।
লিটন, রিশাদের আগে পিএসএলে এবার প্রথম দল পেয়েছিলেন বাংলাদেশ সবচেয়ে গতির পেসার নাহিদ রানা। গোল্ড ক্যাটাগরি থেকে বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। তার পারিশ্রমিকের পরিমাণ ৫০ হাজার ডলার।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের ড্রাফটে নাম দিয়েছে বাংলাদেশের ৩৯ ক্রিকেটার। প্লাটিনাম ক্যাটাগরিতে ২ জন, ডায়মন্ড ক্যাটাগরিতে ৫ জন, গোল্ড ক্যাটাগরিতে ১১ ও সিলভার ক্যাটাগরিতে নাম দিয়েছেন টাইগারদের ২১ জন ক্রিকেটার।
তবে ড্রাফট থেকে প্লাটিনাম ক্যাটাগরির সাকিব-মোস্তাফিজকে টানেনি কোনো দল। এমনকি ডায়মন্ড ক্যাটাগরির তাসকিনও রয়ে গেছেন অবিক্রিত। ড্রাফটে তাসকিনের সাথে জুটি বাঁধা তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদরাও দল পাননি।
এমআই