
লিটনের অবিশ্বাস্য ১০ রেকর্ড, কয়টা জানেন আপনি?
ইকবাল আজাদ
৩১ জুলাই ২০২৫, ১৯:০৬
বাংলাদেশ ক্রিকেটে এক দশকের বেশি সময় ধরে খেলছেন লিটন দাস। দৃষ্টি জুড়ানো শট খেলার পারদর্শিতা লিটনকে দর্শকদের চোখে আলাদা করে ফুটিয়ে তুলেছে। নিজের দিনে ব্যাট হাতে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারেন এই ক্রিকেটার। উইকেটের পেছনে চুপচাপ দায়িত্ব পালন করা লিটন সময়ের সঙ্গে হয়ে উঠেছেন দেশের ব্যাটিং স্তম্ভ।
বর্তমানে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এই তারকা। নেতৃত্বে ইতোমধ্যে তিন সিরিজ জিতলেও ব্যাট হাতে এখনো ধারাবাহিক হতে পারেননি। তবে ব্যাট-গ্লাভস হাতে বাইশ গজে ইতোমধ্যে অসংখ্য কীর্তিতে নাম লিখিয়েছেন লিটন। তার ক্যারিয়ারে এমন কিছু রেকর্ড আছে, যা শুনলে যে কেউ অবাক হবে।
১৭৬
২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৬ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন লিটন। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর আগে তামিম ইকবাল ১৫৪ ও ১৫৮ এবং পরবর্তী সময়ে সৌম্য সরকার ১৬৯ রানের ইনিংস খেলেছিলেন।
৫৪৪
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০২২ সালে দুর্দান্ত সময় কাটিয়েছেন লিটন। সেই বছরে ৫৪৪ রান করেন তিনি, যা কোনো বাংলাদেশি ব্যাটারের এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ রান। এ তালিকায় সবার ওপরে আছেন নাইম শেখ। ২০২১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৬ ইনিংসে ৫৭৫ রান করেছেন তিনি।
৫৪*
টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংসের প্রথম বল খেলে শেষ বল পর্যন্ত অপরাজিত থাকার বিরল কীর্তি গড়েছেন লিটন দাস। এই কৃতিত্ব রয়েছে মাত্র চারজন ব্যাটারের। তাদের মধ্যে রান সংখ্যার বিচারে লিটন তৃতীয়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৫৪ রান করে অপরাজিত ছিলেন তিনি।
১০৮১
সাদা বলের ক্রিকেটে পিছিয়ে পড়লেও লাল বলের ম্যাচে অনেকটা ধারাবাহিক লিটন। টেস্টে সাত নম্বরে নেমে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ২২ ম্যাচে ৪০ গড়ে ইতোমধ্যে ১০৮১ রান করেছেন তিনি, যেখানে দুই সেঞ্চুরির সঙ্গে ৬টি ফিফটি রয়েছে লিটনের।
২০০০ রান ও ১০০ ডিসমিসাল
টেস্ট ক্রিকেটে ব্যাট ও গ্লাভস হাতে সমানভাবে সফল লিটন দাস। এখন পর্যন্ত টেস্টে তার রান ২৯২৯। উইকেটকিপার হিসেবে ১০৯টি ক্যাচ ও ১৫টি স্টাম্পিং করেছেন তিনি। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে দুই হাজারের বেশি রান ও একশোর বেশি ডিসমিসাল করেছেন লিটন। এর আগে এই কীর্তি গড়েছিলেন কেবল মুশফিকুর রহিম।
সর্বনিম্ন ডাক
ওয়ানডে ক্রিকেটে সর্বশেষ ৬ ইনিংসে চারবারই ডাক মেরেছেন লিটন। ৫০ ওভারের ফরম্যাটে তার মোট ডাক সংখ্যা এখন ১৬টি। তবে টেস্ট ক্রিকেটে ছবিটা পুরো উল্টো। ৮৮ ইনিংসে মাত্র ২ বার ‘ডাক’ মেরেছেন লিটন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন ডাকের তালিকায় দশম স্থানে রয়েছেন তিনি।
দ্রুততম সেঞ্চুরি
শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগেও রেকর্ডের ছাপ রেখেছেন লিটন। ২০২৫ সালের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে মাত্র ৪৪ বলে সেঞ্চুরি করেন তিনি। যা কোনো বাংলাদেশি ক্রিকেটারের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আগের দ্রুততম (৫০ বল) বাংলাদেশি সেঞ্চুরিয়ান ছিলেন তামিম ইকবাল।
১২৫*
একই ম্যাচে ১২৫ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। বিপিএলের ইতিহাসের বাংলাদেশের ব্যাটারদের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তার ওপরে আছেন কেবল তামিম। ২০১৯ সালের ফাইনালে কুমিল্লার হয়ে ডায়নামাইসের বিপক্ষে ৬১ বলে অপরাজিত ১৪১ রান করেছিলেন তিনি।
২৪১
সেই ম্যাচে লিটন ও তানজিদ মিলে ১১৮ বলে ২৪১ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন। বিপিএলে যে কোনো উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। আগেরটি ছিল নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। ২০১৭ সালে ডায়নামাইটসের হয়ে দ্বিতীয় উইকেটে ২০১ রানের জুটি গড়েছিলেন তারা।
দ্রুততম ২০০
বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি করেছেন লিটন দাস। জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের বিপক্ষে মাত্র ১৪০ বলেই ডাবল সেঞ্চুরি করেন এই ক্রিকেটার। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই দ্রুততম। এর আগেও দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডটি লিটনের দখলেই ছিল—তখন তিনি করেছিলেন ১৯০ বলে।
এমআই