
বিদ্রুপের শিকার লিটনের ঘুরে দাঁড়ানো ‘সহজ ছিল না’
খেলা ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ১৬:২০
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই বিপদ পড়া বাংলাদেশকে উদ্ধার করেন অধিনায়ক লিটন কুমার দাস। ম্যাচের দ্বিতীয় বলে ফ্লিক শটে ২ রান এবং পরের বলে বাউন্ডারি। আত্মবিশ্বাসী শটে আরও বাউন্ডারি ও ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার।
আউট হওয়ার আগে বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন লিটন কুমার দাস। আগের ম্যাচেও খেলেছেন ৭৬ রানের ম্যাচ জয়ী ইনিংস। সবমিলিয়ে সিরিজ সেরা পুরস্কার ওঠেছে লিটনের হাতে। তবে বিদ্রুপের শিকার লিটনের রানে ফেরার বিষয়টি এত সহজ ছিল না বলে জানিয়েছেন দলের ম্যানেজার নাফিস ইকবাল।
লিটনকে নিয়ে গণমাধ্যমে নাফিস বলেন, ‘তার (লিটন) জন্য রানে ফেরার বিষয়টি সহজ ছিল না। সে যেভাবে সিরিজে এসেছিল, ফর্মটা খুব বাজে যাচ্ছিল তাঁর। যেহেতু বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা বেশি আবেগী, আমাদের বাজে সময় গেলে সামাজিক মাধ্যমে বিদ্রুপ করা বেশি।’
নাফিসের চাওয়া লিটন তার দারুণ ফর্মটা আগামীতেও ধরে রাখবেন। বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার বলেন, ‘এভাবে ফিরে আসার পাশাপাশি দলকে নেতৃত্ব দেওয়া। অসাধারণ অবদান রেখেছে সে। সে তাঁর নিজের দৃঢ়তা দেখিয়েছে। দোয়া করব যেন সে এই ফর্মটা ধরে রাখে।’
জয়ের পেছনে কোচিং স্টাফকে কৃতিত্ব দিয়েছেন নাফিস, ‘আমাদের কাজই তো এটা। ওদের বিশ্বাসটা ধরে রাখা। কোচিং স্টাফরা আছে-যেকোনো সময়ে, ভালো হোক বা খারাপ, আমাদের কিন্তু ওই ছন্দ রেখেই চলতে হয়। আমি খুবই গর্বিত আমাদের ম্যানেজম্যান্ট যারা ছিল, বিশেষ করে দেশি অনেকে ছিল। কৃতিত্বটা তাদের সবারও।’
এমআই