Advertisement
Us Bangla Airlines
২ রানের জন্য রেকর্ড গড়া হলো না বাংলাদেশের

২ রানের জন্য রেকর্ড গড়া হলো না বাংলাদেশের

খেলা ডেস্ক

১৪ জুলাই ২০২৫, ১২:১৯

ঘরের মাটিতে শ্রীলঙ্কা বরাবরই শক্ত প্রতিপক্ষ। ভারত, অস্ট্রেলিয়ার মতো দেশ দ্বীপ রাষ্ট্রে নাকানিচুবানি খেয়ে গেছে। বাংলাদেশকে একই সূত্রে গেঁথেছে লঙ্কানরা। টেস্ট, ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টির প্রথম ম্যাচে উড়িয়ে দিয়েছে। দলের দুর্দান্ত পারফরম্যান্সে দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর দুই দিন আগেই সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়।

ডাম্বুলায় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরুর আগেই ছিল গ্যালারি ভর্তি দর্শক। টিকিট না পেয়ে বেড়ার নিচের মাটি খুঁড়ে বিনা টিকিটেই মাঠে ঢুকেছেন আরও কিছু সমর্থক। জায়গা না পেয়ে গাছের মগঢালেও কিছু দর্শক অবস্থান নিয়েছিলেন। তবে ডাম্বুলার এত ক্রিকেট সমর্থকদের চুপ করিয়ে দিয়েছে লিটন দাসের দল।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন লিটন। এ ছাড়া ৪৮ রান করেছেন শামীম। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ২ বলে ৯৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। তাতে ৮৩ রানের বড় জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

বাঁহাতি বোলারকে সুযোগ না দেওয়ার কারণ জানালেন কোচ

কুড়ি ওভারের ক্রিকেটে রান বিবেচনায় এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জয়। এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে হারায় বাংলাদেশ। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৫ রানের ব্যবধানে জিততে পারলেই রেকর্ড গড়তো লিটনের দল।

লঙ্কানদের মাটিতে রেকর্ড গড়া না হলেও জয় পেয়ে সন্তুষ্ট বাংলাদেশ। ২৬৭৬ দিন পর শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি ম্যাচ জিতলো তারা। সবশেষ ২০১৮ সালের মার্চে মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার অধরা টি-টোয়েন্টি সিরিজ জয়ে চোখ লিটনদের।

রানের ব্যবধানে বাংলাদেশের সেরা ৫ জয়

প্রতিপক্ষ ওভার লক্ষ্য ব্যবধান ভেন্যু
পাপুয়া নিউগিনি ১৯.৩ ১৮২ ৮৪ রান আল আমেরাত
শ্রীলঙ্কা ১৫.২ ১৭৮ ৮৩ রান ডাম্বুলা
ওয়েস্ট ইন্ডিজ ১৬.৪ ১৯০ ৮০ রান কিংসটাউন
আয়ারল্যান্ড ১৭.০ ২০৩ ৭৭ রান চট্টগ্রাম
আয়ারল্যান্ড ২০.০ ১৯১ ৭১ রান বেলফাস্ট

এমআই