Advertisement
Us Bangla Airlines
ড্রাফটের আগেই বরিশাল দলে ৬ বিদেশি ক্রিকেটার!

ড্রাফটের আগেই বরিশাল দলে ৬ বিদেশি ক্রিকেটার!

খেলা ডেস্ক

৩০ জুন ২০২৫, ১২:১৬

বিপিএলের পরবর্তী আসর কবে শুরু হবে, তা এখনো জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরবর্তী আসরের ড্রাফট নিয়েও কোনো খবর জানায়নি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে এর মাঝেই দল গোছানো শুরু করেছে বিপিএলের সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

আগামী আসরের জন্য ড্রাফটের আগেই ৬ জন বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। বিষয়টি নিশ্চিত করে দলটির কর্ণধার মিজানুর রহমান জানিয়েছেন, ইতোমধ্যে ছয়জন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছেন তারা। তবে দলের স্বার্থে এই ক্রিকেটারদের নাম এখনই প্রকাশ করতে চাননি তিনি।

তামিমকে বিদেশে নেওয়ার পরিকল্পনা, কোথায় হবে চিকিৎসা?

মিজানুর রহমান বলেন, ‘ফরচুন বরিশালের হয়ে আমরা ইতোমধ্যে ছয়জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি। তবে এই মুহূর্তে একজনেরও নাম প্রকাশ করবো না। কারণ, নাম প্রকাশ করলে কুমিল্লা কিংবা রংপুরের মতো দলগুলো কৌশলগতভাবে বিষয়টিকে ব্যবহার করতে পারে।’

বাস্তবতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘কুমিল্লা কিংবা রংপুর আরও বেশি অর্থের প্রস্তাব দিয়ে আমাদের পরিকল্পনা ভেস্তে দিতে পারে—যেমন ১৫ থেকে ২০ হাজার ডলার বেশি দিয়ে তাকে দলে ভেড়াতে চায়। এই কারণেই আমরা কৌশলগতভাবে নাম প্রকাশ করছি না। যেদিন মাঠে নেমে খেলবে, সেদিনই সবাই জানবে তারা কারা।’

বিপিএল ট্রফি নিয়ে যেদিন বরিশালে যাচ্ছেন তামিমরা

বিপিএলের গেল আসরে বরিশালের হয়ে খেলতে আসছিলেন পাকিস্তানের তারকা বোলার শাহীন শাহ আফ্রিদি। এছাড়া দলটিতে আরও ছিলেন মোহাম্মদ নবি, কাইল মায়ার্স ও ফাহিম আশরাফের মতো ক্রিকেটাররাও। ফাইনাল ম্যাচের জন্য খেলতে আসছিলেন কিউই তারকা জিমি নিশাম। যদিও তার মাঠে নামা হয়নি।

নিশামকে না খেলানোর ব্যাখ্যায় মিজান বলেন, ‘জিমি নিশাম আমাদের দলের হয়ে এসেছিলেন, কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি। কারণ, আমাদের সম্ভাব্য প্রতিপক্ষ যদি খুলনা হতো, তাহলে নিশাম খেলতেন। কিন্তু প্রতিপক্ষ চট্টগ্রাম হওয়ায়, স্কোয়াডের কম্বিনেশনে তার জায়গা হয়নি।’

এমআই