Advertisement
Us Bangla Airlines
তাইজুলের ফাইফার, শ্রীলঙ্কার রান পাহাড়

তাইজুলের ফাইফার, শ্রীলঙ্কার রান পাহাড়

খেলা ডেস্ক

২৭ জুন ২০২৫, ১৪:৫২

কলম্বো টেস্টের প্রথম ইনিংসেই বড় ভুল করে বসেছে বাংলাদেশ। ব্যাটিং উইকেটে ধৈর্য ধরার পরিবর্তে নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে এসেছে টাইগাররা। কলম্বোর উইকেটে কীভাবে ব্যাটিং করতে হয়, গত দেড় দিনে শান্তদের শিখিয়েছে শ্রীলঙ্কা। তাইজুলের ফাইফারের পরেও ৪৫৮ রানে থামলো স্বাগতিকরা।

পাথুম নিশাঙ্কার সেঞ্চুরি আর চান্দিমাল-কুশলের ফিফটিতে ২১১ রানের বড়সড় লিড পেয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের ব্যাটিং শক্তির বিবেচনায় যা রান পাহাড়ও বটে। লঙ্কানদের দেওয়া লিড পার করে স্বাগতিকদের টার্গেট প্রদান করবে বাংলাদেশ। তবে এর আগে শান্তরা সব উইকেট হারালে ইনিংস ব্যবধানে পরাজয় গুনবে।

এদিকে শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্টে শুরুতে টসে জিতে ব্যাটিং করে বাংলাদেশ। প্রায় ৮০ ওভার ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৪৭ রানের সংগ্রহ পায় নাজমুল শান্তের দল। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় শ্রীলঙ্কা। ৮৮ রানের মাথায় লাহিরু উদারাকে আউট করে জুটি ভাঙেন তাইজুল ইসলাম।

এরপরের গল্পটা লঙ্কানদের। তিনে নামা দিনেশ চান্দিমালকে সাথে নিয়ে ১৯৪ রানের জুটি গড়েন ওপেনার পাথুম নিশাঙ্কা। লঙ্কান ইনিংসের ভিত গড়া সেই জুটি ভাঙেন স্পিনার নাইম হাসান। এরপর কোনো উইকেট না হারিয়ে ২৯০ রানে দিন শেষ করে স্বাগতিকরা। যেখানে ১৪৬ রানে অপরাজিত ছিলেন নিশাঙ্কা।

বাংলাদেশের তুলনায় ৪৩ রান এগিয়ে থেকে আজ ম্যাচের তৃতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। দিনের প্রথম সেশনে ওভার প্রতি ৪-এর বেশি গড়ে রান তুলেছে জয়সুরিয়ার শিষ্যরা। তবে একই সময়ে হারিয়েছে ৪ উইকেট স্বাগতিকরা। আগের দিন সেঞ্চুরি করা নিশাঙ্কা আজ বেশিক্ষণ টিকতে পারেননি। নিজের ইনিংসে ১২ রান যোগ করে তাইজুলের বলে আউট হন তিনি।

নিজের পরের ওভারে লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাকেও ফেরান তাইজুল ইসলাম। সিরিজে উইকেটবঞ্চিত থাকা পেসার নাহিদ রানা এরপর তুলে নেন ‘নাইটওয়াচম্যান’ প্রবাত জয়াসুরিয়াকে। লাঞ্চের পাঁচ ওভার আগে কামিন্দু মেন্ডিসকে ফেরান নাঈম। লাঞ্চ থেকে ফিরেই অভিষিক্ত সোনাল দিনুশাকে বোল্ড করেন এই ডানহাতি স্পিনার।

শ্রীলঙ্কার টেল খোলাসা হওয়ার পর একাই ইনিংস বড় করার দায়িত্ব নেন কুশল মেন্ডিস। তবে ৮৪ রানের মাথায় রান আউটের ফাঁদে কাটা পড়েন তিনি। মাত্র তিন বল পরেই লঙ্কানদের শেষ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। একইসাথে ক্যারিয়ারের ১৭তম এবং লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ফাইফারের দেখা পেয়েছেন তিনি।

এমআই