Advertisement
Us Bangla Airlines
শীর্ষ তিনে জায়গা পেলেন মুশফিকুর রহিম

শীর্ষ তিনে জায়গা পেলেন মুশফিকুর রহিম

খেলা ডেস্ক

২৬ জুন ২০২৫, ১২:১৭

কাজটা সহজই ছিল। মাত্র দুই রান করলেই মুশফিকের সামনে সেরা তিনে ওঠার সুযোগ। কলম্বো টেস্টে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ রানে আউট হয়েছেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিক। তাতেই শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে জায়গা করে নিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ১৩৪৬ রান করেছিলেন মুশফিকুর রহিম। যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে রান সংখ্যায় মুশফিকের অবস্থান ছিল সপ্তম। তবে সিরিজের প্রথম ম্যাচে ১৬৩ আর ৪৯ রানের ইনিংসে কেইন উইলিয়ামসন, রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে যান এই ক্রিকেটার।

সুখবর পেলেন শান্ত-মুশফিক

দ্বিতীয় টেস্ট শুরুর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫৫৭ রান ছিল মুশফিকের। বাংলাদেশের হয়ে সবেচেয়ে বেশি টেস্ট রান করা এই ব্যাটারের সামান্য ওপরে ছিলেন ইনজামাম-উল-হক। টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের এই কিংবদন্তি ব্যাটার করেছেন ১৫৫৯ রান। অর্থাৎ দুই রান করলেই ইনজামামকে টপকে যাওয়ার সুযোগ ছিল তার।

কলম্বোর এসএসসি ভেন্যুতে ৭৫ বলে ৩৫ রান করে আউট হয়েছেন মুশফিক। দলকে বিপদে ফেলে বিদায় নিলেও নতুন মাইলফলক ছুঁয়েছেন এই ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে জায়গা করে নিয়েছেন মুশফিক। তার ওপরে আছেন ইউনিস খান ও শচীন টেন্ডুলকার।

গিলক্রিস্টের রেকর্ড ভেঙে সবার ওপরে মুশফিক

শ্রীলঙ্কার বিপক্ষে ২৯ ম্যাচে ২২৮৬ রান করেছেন পাকিস্তানের মিডলঅর্ডার ব্যাটার ইউনিস খান। এ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শচীন টেন্ডুলকার ২৫ ম্যাচে এক হাজার ৯৯৫ রান করেছেন। তবে উভয় ক্রিকেটার ইতোমধ্যে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন।

ফলে বর্তমানে সাদা পোশাকে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি রান করেছেন মুশফিক। টেস্টে লঙ্কানদের বিপক্ষে প্রায় ১৬০০ রান করা এই ডানহাতি ব্যাটার অন্য কোনো দেশের বিপক্ষে এক হাজার রানও করতে পারেননি।

এমআই