
৯ মাস পর সেঞ্চুরি করেও মুশফিক বললেন, ‘স্পেশাল নয়’
খেলা ডেস্ক
১৭ জুন ২০২৫, ২১:২৭
ক্যারিয়ারের পড়ন্ত বেলায় মুশফিকুর রহিম। জাতীয় দলের জার্সিতে কয়েকটি টেস্ট ম্যাচ খেলেই বিদায় নিবেন তিনি। শেষের শুরুর আগে ব্যাটিংটা ভালো যাচ্ছিলো না মুশফিকের। তবে প্রিয় প্রতিপক্ষকে পেয়ে যেন আবার জ্বলে ওঠলেন তিনি। গলে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করা মুশফিক আজ হাঁকালেন সেঞ্চুরি।
দিনশেষে ১০৫ রান করে অপরাজিত রয়েছেন এই ক্রিকেটার। তাতে দীর্ঘ ৯ মাস, দিনের সংখ্যায় ৩০০ দিন পর সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। ১৭৬ বলে শতক পূর্ণ করার পথে কেবল ৫টি চার মেরেছেন অভিজ্ঞ এই তারকা। এত সাবধানী ইনিংস খেলে রানে ফেরার পরেও এই ইনিংসকে স্পেশাল বলতে চান না তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিক বলেন, ‘ইনিংসটা অবশ্যই স্বস্তিদায়ক (ইনিংস)। কেউই চায় না কম রান করতে। বিশেষত আপনি যখন দেশের হয়ে এতদিন খেলছেন। সবাই চায় সব ম্যাচেই পারফর্ম করতে। এমনটা হয় না সাধারণত। যদি সঠিক কাজটা করে যেতে পারেন, রান আসবে।’
তিনি বলেন, ‘যেদিন রান আসবে সেদিন যেন ইনিংস বড় করা যায়, এটাও মাথায় রাখতে হবে। আমি এমনই করেছি। এখনও শেষ হয়নি। কালকেও চেষ্টা থাকবে রানটাকে বড় করার।’
আজকের ইনিংসটি বিশেষ কি না এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘না স্পেশাল কিছু না। ক্যারিয়ার প্রায় শেষদিকে, সব ইনিংসই আমার কাছে স্পেশাল। আমি চেষ্টা করি নিজেকে ১০০ ভাগ প্রস্তুত করার। সামনে যে সুযোগ আসে তা লুফে নিতে চাই। অনেক সময় হয়, অনেক সময় হয় না।’
‘যখন বাংলাদেশের হয়ে এখানে প্রথম ডাবল সেঞ্চুরি করবেন, এটা অবশ্যই স্পেশাল। এরপর হয়তো সবাই বিশ্বাস করতে পেরেছে এটা সম্ভব। সামনে হয়তো ২৫০ বা ৩০০ রানও করতে পারবে। সিনিয়র হিসেবে সামনে থেকে এখানে লিড দেওয়াটা জরুরি’- যোগ করেন তিনি।
এদিন টসে জিতে শুরুতে ব্যাট করতে নামা বাংলাদেশ ৪৫ রানে ৩ উইকেট হারালেও শান্ত-মুশফিক মিলে দিনের বাকিটা সময় পার করেছেন। গড়েছেন টেস্টের চতুর্থ উইকেটে দ্বিতীয় (২৪৭ রান) এবং সবমিলিয়ে বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ জুটি। প্রথম দিনশেষে শান্ত ১৩৬ ও মুশফিক ১০৫ রানে অপরাজিত রয়েছেন।
এমআই