
ভারতে আসছেন লিওনেল মেসি, যেভাবে কাটাবেন সময়
খেলা ডেস্ক
১৭ জুন ২০২৫, ১৪:১০
ফুটবলের বরপুত্র লিওনেল মেসির ভারতে আসার গুঞ্জন দীর্ঘদিনের। অবশেষে সেই গুঞ্জনে নতুন মোড় দেখা গিয়েছে। আগামী ডিসেম্বরেই ভারতে পা রাখবেন আর্জেন্টিনার তারকা ফুটবলার। ক্রিকেটের নন্দনকানন কলকাতায় প্রথমে পা রাখবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে কেরালা রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান।
দেশটির গণমাধ্যম এই সময় জানিয়েছে, আগামী ডিসেম্বরে ভারতে সফর করবেন লিওনেল মেসি। বিষয়টি চূড়ান্ত না হলেও এটাকে সম্ভাব্য সময় ধরে আগাচ্ছে আয়োজক কমিটি। মেসিকে আনা নিয়ে তোড়জোড়ও চলছে ভারতের তিন শহরে। লিওকে ভারত সফরে আনার উদ্যোগ নিয়েছেন স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত।
সংবাদমাধ্যমটি জানায়- কলকাতা, দিল্লি ও মুম্বাইতে পা রাখবেন লিওনেল মেসি। সেখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। যোগ দেবেন কনসার্ট ও ফুটবল টুর্নামেন্টে। তবে মেসি এবার ফুটবল মাঠে নয়, নামবেন তিন শহরের তিন ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি মাঠে সময় কাটাবেন ১ ঘণ্টা ১৫ মিনিট করে।
মেসির সম্মানে শতদ্রু দুইটি অনুষ্ঠান রেখেছেন— দ্য গোট কনসার্ট এবং দ্য গোট কাপ। ইডেনে ৭০ হাজার দর্শক মেসি-দর্শনের আগে এই কনসার্টের সাক্ষী হবেন। দ্য গোট কাপ হবে সেভেন আ সাইড একটা ম্যাচ। যাতে অংশ নেবেন বলিউড, বিনোদন জগৎ, ক্রিকেট ও ফুটবল মহলের তারকারা।
দুটি টিমে ভাগ করে ৩০ মিনিটের একটি ম্যাচ সেখানে অনুষ্ঠিত হবে। যেখানে দুই অর্ধে ১৫ মিনিট করে খেলা হবে। এদের নিয়ে থাকবে একটা টাইব্রেকার সেশনও। দুই দলের হয়েই একটি করে কিক নেবেন মেসি। পরে তিনি দ্য গোট কাপ তুলে দেবেন জয়ী টিমে হাতে।
এরপর ‘মিট অ্যান্ড গ্রিট’ নামের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী, শিল্পপতিদের হাত থেকে সংবর্ধনা নেওয়া ছাড়াও একটা করে ফুটবল ক্লিনিক করতে পারেন খুদে ফুটবলারদের সঙ্গে। সারা মাঠ ঘুরে বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন অভিবাদনও গ্রহণ করবেন।
এমআই