
আর্জেন্টিনা দলে দুই ‘মেসি’সহ ডাক পেলেন যারা
খেলা ডেস্ক
০৩ মার্চ ২০২৫, ১৭:৫২
বয়সটা টেনেটুনে ১৯। কৈশোর ছেড়ে সম্প্রতি যৌবনে পাড়ি দিয়েছে আর্জেন্টিনার উদীয়মান ফুটবলার ক্লদিও এচেভেরি। এর মাঝেই ফুটবল পাড়ায় ‘নতুন মেসি’ হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে চুক্তিবদ্ধ হওয়া এই ফুটবলার সম্প্রতি ক্লাবটিতে যোগ দিয়েছেন। যেখানে মেসির জার্সি নাম্বার ‘৩০’ পরে খেলবেন তিনি।
এচেভেরি অবশ্য এর আগেই ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ছিলেন। সেখান থেকে ধারে প্রাইমেরা ডিভিসিয়ন ক্লাব রিভার প্লেটের হয়ে খেলেছিলেন তিনি। তবে নিজেদের বাজে সময় থেকে উত্তরণে গত বৃহস্পতিবার এচেভেরিকে ডেকে পাঠিয়েছে সিটি। গার্দিওলার দলে এখনও অভিষেক না হলেও নতুন সুখবর শুনেছেন নতুন মেসি।
উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার প্রাথমিক দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিনি। আর্জেন্টিনার ৩৩ সদস্যের সেই দলে লিওনেল মেসির সঙ্গে ডাক পেয়েছেন ইতোমধ্যে ‘মেসি’ তকমা পাওয়া ক্লদিও এচেভেরি।
— Slim (@Drealslim_) February 27, 2025
আর্জেন্টিনার যুব পর্যায়ের দলগুলোতে খেলেছেন এচেভেরি। কিছুদিন আগে সমাপ্ত হওয়া অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে দলীয় সর্বোচ্চ ৬ গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্ট করেন এচেভেরি। অনূর্ধ্ব-১৭ দলে ২৩ ম্যাচে ১২, অনূর্ধ্ব-২০ দলে ৮ ম্যাচে ৬ ও অনূর্ধ্ব-২৩ দলে ৯ ম্যাচে ১ গোল তার। আর ক্লাবের হয়ে ৫৯ ম্যাচে এই মিডফিল্ডারের গোল ৫টি।
আর্জেন্টিনার প্রাথমিক দল
এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জারমান পেজেলা, লেয়ান্দ্রো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ফ্রান্সিসকো ওরটেগা, লেয়ান্দ্রো প্যারাদেস, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এক্সেকুয়েল পালাসিওস, ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, ম্যাক্সিমো পেরোনে, জিওলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডমিনগুয়েজ, থিয়াগো আলমাডা, আলেহান্দো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, নিকো পাজ, ক্লদিও এচেভেরি, পাওলো দিবালা, হুলিয়ান আলভারেজ, লতারো মার্টিনেজ, সান্তিয়ানো ক্যাস্ত্রো ও অ্যাঞ্জেল কোরেয়া।
এমআই