
ক্রিকেটে যে রেকর্ড শুধুই ৪ জনের দখলে
খেলা ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৮
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট ইতিহাসে বিশ্বের বিভিন্ন দেশের নারী দল এখন পর্যন্ত প্রায় ১৫০০ এর বেশি ম্যাচ খেলেছেন। তাতে গড়া হয়েছে শত শত রেকর্ড। সময়ের আলিঙ্গনে এসব রেকর্ডে আবার অন্যন্যরা ভাগ বসিয়েছেন। কেউ কেউ বাকিদের টপকে রেকর্ডে দিয়েছেন নতুন মোড়, ভিন্ন আঙ্গিকে গড়েছেন ভিন্ন রেকর্ড। নারীদের ৫০ ওভারের ক্রিকেট ইতিহাসে এমন একটি রেকর্ডের মালিক মাত্র চারজন খেলোয়াড়।
পাকিস্তান নারী দলের বিপক্ষে ২০১৬ সালে জুনে বল হাতে মেইডেন ফাইফারের মাইলফলক অর্জন করা হিদার নাইট ব্যাট হাতে অপরাজিত ৫০ রান করেছিলেন। নারী ক্রিকেটের প্রথম খেলোয়াড় হিসেবে অন্তত ৫০ রান ও ফাইফাইরের এ রেকর্ড গড়েন তিনি। ১৯৭৩ সালে নারী ক্রিকেটের ওয়ানডে সংস্করণ শুরু হওয়ার পর হিদারের আগে কেউই এ রেকর্ড ছুঁতে পারেননি।
হিদারের একক অর্জনের এ রেকর্ড অবশ্য বেশিদিন টিকেনি। মাত্র দেড় মাস পরেই রেকর্ডের খাতায় ভাগ বসান প্রোটিয়া অলরাউন্ডার সুনে লুস। আইরিশদের বিপক্ষে ব্যাট হাতে ৫২ রানের পর বল হাতে নিয়েছেন ৬ উইকেট। লুসের কল্যাণে ৮৯ রানের ব্যবধানে সেই ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা নারী দল।
প্রমীলা ক্রিকেটে এখন পর্যন্ত ডাবল সেঞ্চুরি করছেন মাত্র দুইজন খেলোয়াড়। ১৯৯৭ সালে বিলেন্ডা ক্লার্কের পর ২০১৮-তে এ মাইলফলক অর্জন করেন কিউই তারকা অ্যামেলিয়া কের। আইরিশ নারীদের বিপক্ষে করা অপরাজিত ২৩২ রান এখনো নারী ক্রিকেটের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ। দ্বিশতকের রেকর্ড গড়া এ ম্যাচে অ্যামেলিয়া বল হাতেও নিয়েছিলেন ৫ উইকেট।
ন্যূনতম ৫০ রান এবং ৫ উইকেটের তালিকায় সবশেষ নাম লিখিয়েছেন অজি অলরাউন্ডার অ্যাশলি গার্ডনার। গত ১১ ডিসেম্বর ভারতের বিপক্ষে ব্যাট হাতে ৫০ রান করার পর বল হাতে নিয়েছেন ৫ উইকেট। তাতে ওপেনার স্মৃতি মান্ধানার দারুণ সেঞ্চুরিতেও ৮৩ রানে ম্যাচ হারে ভারত।
নারী ক্রিকেটে এমন অর্জনে মাত্র ৪ জনের নাম থাকলেও পুরুষ ক্রিকেটে এ সংখ্যাটা বেশ লম্বা। ছেলেদের ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত ২২ জন ক্রিকেটার এক ম্যাচে ন্যূনতম ৫০ রান এবং ৫ উইকেট নিয়েছেন। এদের মধ্যে পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি এমন মাইলফলক ছুঁয়েছেন তিনবার। অর্জনের তালিকায় আছে বাংলাদেশের পোস্টার বয় সাকিবের নামও। ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে এ রেকর্ড গড়েন তিনি।
এমআই