
ফাইনালে দুর্দান্ত ব্যাটিংয়ে বাবাকে হারাল নবীর ছেলে
খেলা ডেস্ক
৩১ জুলাই ২০২৫, ২০:৩৪
ক্রিকেট মাঠে বাবা-ছেলের লড়াইয়ের ঘটনা বেশ বিরল। আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী সেই বিরল ঘটনায় নাম লিখিয়েছেন। আফগানিস্তানের ঘরোয়া শপাগিজা ক্রিকেট লিগে ছেলে হাসান ইসাখিলের বিপক্ষে খেলছেন এই অলরাউন্ডার। টুর্নামেন্টের শুরুর দিকে নিজের প্রথম বলে ছেলের কাছে ছক্কা খেয়ে আলোচনায় এসেছিলেন নবী।
হাসান ইসাখিলের দুর্দান্ত ফিফটিতে এবার শিরোপা নির্ধারণী ম্যাচে পরাজয় গুনেছে মোহাম্মদ নবীর দল মিস আইনক নাইটস। আজ বৃহস্পতিবার কাবুলে আগে ব্যাট করতে নেমে ১৬.২ ওভারে মাত্র ১২১ রান সংগ্রহ করে মোহাম্মদ নবীরা। জবাবে ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তার ছেলের দল আমো শার্কস।
এদিন শুরুতে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ভালো করতে পারেননি আইনক নাইটসের ব্যাটাররা। অধিনায়ক রহমানুল্লাহ গুরবাজের ৪৮ রান ছাড়া বড় স্কোর করতে পারেননি কোনো ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন লোয়ার অর্ডারে নামা স্পিনার মুজিব উর রহমান। মিডল অর্ডারে নেমে মোহাম্মদ নবী ৭ বলে মাত্র ৫ রান করে আউট হয়ে যান।
আইনক নাইটসকে অল্পতে গুঁড়িয়ে দেওয়ার নায়ক আজমতুল্লাহ ওমরজাই। বল হাতে একাই ৪ উইকেট এই অলরাউন্ডার। আরেক বোলার আব্দুল্লাহের শিকার ৩টি।
১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আমো শার্কসকে ভালো শুরু এনে দিয়েছিলেন ওপেনার ইমরান এবং হাসান ইসাখিল। দুজনের মাঝে ইমরান ৬ বলে ১১ রানে আউট হলেও হাসান খেলেন ৩৪ বলে ৫ চার ১ ছক্কায় ৫০ রানের অপরাজিত ইনিংস। তিনে নেমে নুর উল রহমান ২৩ বলে ৩৫ এবং মোহাম্মদ ইসহাক ১৩ বলে অপরাজিত ২৫ রান করেন।
তাতে ৪৪ বল হাতে রেখেই শিরোপা জিতে নেয় আমো শার্কস। এর আগে গ্রুপ পর্বে দুই দলের মুখোমুখিতে মোহাম্মদ নবী এক ওভার বোলিং করলেও এদিন বল হাতে নেননি।
এমআই