
অভিষেক ম্যাচেই নবীর ছেলে ইসাখিলের সেঞ্চুরি
খেলা ডেস্ক
২০ মে ২০২৫, ১৭:০৯
আফগানিস্তান ক্রিকেটর অন্যতম বড় তারকা মোহাম্মদ নবী। বিশ্বখ্যাত এই অলরাউন্ডের নামেই আফগান দলের নাম উচ্চারিত হতো। সময় বাড়তেই আফগানিস্তান দলে রশিদ, মুজিবের মতো তারকারা ভিড় করেছে। আফগানদের হয়ে বিশ্ব ক্রিকেটে ইতোমধ্যে আলোড়ন কেড়েছেন ওমরজাই, ফজল হক ফারুকীর মতো ক্রিকেটাররা।
পশতুনদের এত তারকার মাঝে এখনো আলো ছড়াচ্ছেন মোহাম্মদ নবী। ৪০ ছড়ানো এই অলরাউন্ডার এখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় নাম। নবীর মতো জনপ্রিয় হতে কাঠখড় পোড়াচ্ছেন তার ছেলে হাসান ইসাখিল। জাতীয় দলে খেলার স্বপ্নে বিভোর ইসাখিল ঘরোয়া ক্রিকেটে গড়েছেন রেকর্ড।
আফগানিস্তানের আহমেদ শাহ আবদালি টুর্নামেন্টে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে নবির ছেলের। আর অভিষেক ম্যাচেই শতক করেছেন ১৮ বছর বয়সি হাসান। ম্যাচের প্রথম ইনিংসে ২৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই ক্রিকেটার।
১৫ চার ও ১ ছক্কায় সাজানো ছিল হাসান ইসাখিলের শতক করা এই ইনিংস। শেষ পর্যন্ত ১৩৮ বলে ১০৫ রানে করে এলবিডব্লু শিকার হয়ে মাঠ ছাড়েন এই ক্রিকেটার।
অভিষেক ম্যাচ শতক হাঁকিয়ে যেন দক্ষতার জানান দিয়ে রাখলেন নবীর ছেলে। আগামীতে নিজের বাবাকেও ছাড়িয়ে চান ইসাখিল। ২০০৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় নবীর। সেই থেকে এখন পর্যন্ত মাত্র ২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ক্রিকেটার। নবীকে ছাড়াতে ইসাখিলের মাত্র ২টি সেঞ্চুরি করতে হবে।
এদিকে চলতি বছরের শুরুতেই মোহাম্মদ নবী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছেলের সঙ্গে জাতীয় দলে খেলার ইচ্ছা রয়েছে তার। ৪০ বছর বয়সী মোহাম্মদ নবী এখনও আফগানিস্তানের নিয়মিত ক্রিকেটার। ছেলে ইসাখিল ভালো খেলতে থাকলে হয়তো খুব শিগগিরি তার ইচ্ছা পূরণ হবে।
এমআই