Advertisement
Us Bangla Airlines
নিউজিল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়ল বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়ল বাংলাদেশ

খেলা ডেস্ক

১৬ মে ২০২৫, ২১:১২

সাদা পোশাকে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ড ‘এ’ দলের। বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে অল্পতেই গুটিয়ে গিয়েছিল কিউইরা। তবে ম্যাচের তৃতীয় ইনিংসে বাংলাদেশের পরীক্ষা নিচ্ছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২১৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে তারা।

সিলেটে আজ শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। তাতে বাংলাদেশের চেয়ে ২০৪ রানে এগিয়ে রয়েছে কিউইরা।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ২৫৬ রানের জবাবে বাংলাদেশ সংগ্রহ করে ২৬৮ রান। ফলে লিড পায় ১২ রানের। জবাব দিতে নেমে দিনের শুরুতে আজ ৬ বলে ৬ রান করে আউট হন রাইস মারিউ। এরপর জো কার্টার এবং নিক কেলির জুটিতে ভর করে এগিয়ে যায় নিউজিল্যান্ড। অধিনায়ক কার্টার রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরে যান।

অন্যদিকে এক প্রান্ত আগলে রেখেছেন কেলি। রিটায়ার্ড হার্ট থেকে ফিরে এসে কার্টার হাঁকান ফিফটি। ১৩৮ বলে ৫৮ রান করে বিদায় নেন তিনি। শেষ দিকে সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিজে টিকে আছেন কেলি। ১৯৬ বলে ১১৭ রান করে অপরাজিত আছেন তিনি। হে উইকেটে আছেন ৫৬ বলে ১১ রান করে।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট তুলেছেন হাসান মুরাদ। ১টি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ এবং নাঈম হাসান।

এমআই