Advertisement
Us Bangla Airlines
৪০ বলে অর্ধশতক, ৫২ বলে জিসানের সেঞ্চুরি!
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি

৪০ বলে অর্ধশতক, ৫২ বলে জিসানের সেঞ্চুরি!

খেলা ডেস্ক

১১ ডিসেম্বর ২০২৪, ১৫:০২

মারকুটে ব্যাটার হিসেবে নামডাক আছে জিসান আলমের। এবার জাতীয় ক্রিকেট লিগের প্রথম ম্যাচেই দারুণ সেঞ্চুরিতে রাঙালেন এ ব্যাটার। সিলেট বিভাগের হয়ে ওপেন করতে নেমে ৪২ বলে অর্ধশতক করা জিসান সেঞ্চুরি করতে খরচ করেছেন মাত্র ১২ বল। তাতে টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে শতকের ছোঁয়া পেল জাতীয় ক্রিকেট লিগ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে বুধবার ঢাকা বিভাগের সাথে টসে হেরে ব্যাটিংয়ে নামে সিলেট। ওপেনার তৌফিক ও জিসান আলমের ব্যাটে ৪৯ রানের জুটি পায় দলটি। তবে শুরু থেকে মন্থর গতিতে ব্যাট চালানো জিসান সময় বাড়ার সাথে রানের গতিও বাড়িয়েছেন। 

এনসিএলে এবারের আসরে প্রথম সেঞ্চুরি পেতে জিসানের খরচ করতে হয়েছে ৫২ বল। তবে প্রথম অর্ধশতক পেতে ৪০ বল খেলতে হয়েছে সিলেটের ওপেনারের। পরবর্তী অর্ধশতক করতে মাত্র ১২ বল খেলেছেন এ ডানহাতি। ম্যাচের ১৭তম ওভারে নাজমুল হোসেন অপুর বলে আউট হওয়ার আগে এ ব্যাটার ৫৩ বলে করেন ১০০ রান। যেখানে চার বাউন্ডারির সাথে ছিলো ১০ ছক্কা। 

জিসানের খুনে ব্যাটিং দেখা গিয়েছে ম্যাচের ১৪তম ওভারে। অফস্পিনার মোহাম্মদ আরাফাতের ওভারে ৫ ছক্কায় তুলেছেন ৩২ রান। পরবর্তী ওভারে সুমন খানের ওপর চড়াও হন এ ব্যাটার। সুমনের ওভারে ডাবল ছক্কায় সেঞ্চুরির কাছাকাছি পৌঁছান তিনি। ১৬তম ওভারে  নাজমুল ইসলাম অপুর বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি করে দুহাত উঁচিয়ে ধরেন তিনি, অপুর বলেই পরে বোল্ড হয়ে থামে তার স্মরণীয় ইনিংস।

জিসানের ঝলকের দিনে ঢাকা বিভাগের বিপক্ষে বড় পুঁজি পায় সিলেট। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করেছে তারা।

এমআই