Advertisement
Us Bangla Airlines
সেমিফাইনাল না খেলেই ফাইনালে পাকিস্তান
ম্যাচ বয়কট ভারতের

সেমিফাইনাল না খেলেই ফাইনালে পাকিস্তান

খেলা ডেস্ক

৩০ জুলাই ২০২৫, ২০:২৭

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে রাউন্ড রবিন লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলেনি ভারত। গ্রুপ পর্ব পেরিয়ে পুনরায় সেমিফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। তবে এবারও শহীদ আফ্রিদির বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছে যুবরাজ সিংহের দল।

আগামীকাল বার্মিংহামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তান সেমিফাইনাল। তবে ভারত শেষ মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত জানায়। ফলে ওয়ার্কওভার পেয়ে সরাসরি ফাইনালে উঠেছে পাকিস্তান। নিজস্ব সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি

টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের জয়ী দল পাকিস্তানের বিপক্ষে ফাইনালে লড়বে।

গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ডের পর ভারত-পাকিস্তানের বৈরীতা আরও তীব্র আকার ধারণ করেছে। উভয় দেশের রাজনৈতিক প্রভাব বারবারই ক্রিকেটে এসে পড়েছে। এবারের লিজেন্ডস চ্যাম্পিয়নশিপেও তার ব্যতিক্রম হলো না। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হওয়ায় ফাইনালে খেলার সুযোগ ছেড়ে দিল ভারত।

গত ২০ জুলাই গ্রুপ পর্বেও পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। তখন উভয় দলকে ১ পয়েন্ট করে দেওয়া হয়। গ্রুপ পর্ব শেষে পাকিস্তান ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে, আর ভারত ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে সেমিফাইনালে উঠে। তবে সেমিফাইনালেও পাকিস্তানের মুখোমুখি হতে না চাওয়ায় জায়গা হারায় ভারত।

এমআই