দুই মিনিটে দুই গোল করে ফাইনালে বাংলাদেশ
খেলা ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০১
পাকিস্তানের বিপক্ষে একই দিনে দুইবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুটো ম্যাচ জিতলেই ফাইনাল খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। রাতে এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে নামছে টাইগাররা। তবে এর আগে শ্রীলঙ্কার কলম্বোতে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।
ম্যাচের শুরুতেই চমকে দেয় বাংলাদেশ। তৃতীয় মিনিটে পাকিস্তানের গোলরক্ষক সতীর্থ ডিফেন্ডারকে বল দেওয়ার সময় ভুল করেন। সুযোগ বুঝে বাংলাদেশের ফরোয়ার্ড বল কেড়ে নেন। গোলরক্ষক দ্বিতীয়বারও বল ধরে রাখতে ব্যর্থ হন। এবার বলের নিয়ন্ত্রণ নিয়ে কৌশলে জালে পাঠান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
এর এক মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন অপু। ডান প্রান্ত থেকে দারুণ গতিতে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে কোনাকুনি জোরালো শটে বল পাঠান জালে। প্রথম চার মিনিটেই দুই গোল খেয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। এরপর তারা খেলায় ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগের দৃঢ়তায় গোলের দেখা পায়নি।
ম্যাচজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও আর কোনো গোল হয়নি। গ্রুপ পর্বে দুর্দান্ত খেলা পাকিস্তান সেমিফাইনালে এসে একেবারেই ছন্দ হারিয়ে ফেলে। প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করলেও ভারতের কাছে ৩-২ গোলে হেরে গ্রুপ রানার্সআপ হয় তারা। আজ বাংলাদেশের বিপক্ষে একটি গোলও করতে পারেনি।
একই ভেন্যুতে আজ রাতেই আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে নেপাল ও ভারত। সেই ম্যাচের জয়ী দলের বিপক্ষেই ২৭ সেপ্টেম্বর শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ।
এমআই