
মোহামেডান ছাড়লেন ২৩ হাজার রান ও ৪৫৭ উইকেটের মালিক
খেলা ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৮
চলতি বছর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রানার্সআপ হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তামিম-মুশফিকসহ দলটির স্কোয়াডে ছিলেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে আসন্ন ডিপিএলে মোহামেডান ছাড়ছেন স্বীকৃত ক্রিকেটে প্রায় ২৩ হাজার রান (২২,৮৬১) ও ৪৫৭ উইকেট নেওয়া মাহমুদউল্লাহ।
ডিপিএলের পরবর্তী আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন তিনি। মাহমুদউল্লাহর পাশাপাশি আরও বেশ কয়েকজন তারকাকে দলে নিয়েছে প্রাইম ব্যাংক। তাদের মধ্যে আছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি, জাতীয় দলের ক্রিকেটার খালেদ আহমেদ, শামীম পাটোয়ারী, স্পিনার আলিস আল ইসলাম ও আবু হাসিম।
তালিকায় আছেন অনূর্ধ্ব–১৯ দলের বর্তমান অধিনায়ক আজিজুল হাকিম তামিম, পেস অলরাউন্ডার রিজান হোসেন, অভিষেক দাস অরণ্য, আবু হায়দার রনি, মেহেদী হাসান, ব্যাটার রায়ান রাফসান, শাহাদাত হোসেন দিপু, আরিফুল ইসলাম এবং ইকবাল হোসেন।
এই দলকে পরিচালনা করবেন প্রধান কোচ তালহা জুবায়ের, যিনি আগের মৌসুমেও কোচের দায়িত্বে ছিলেন। প্রাইম ব্যাংকের স্কোয়াডে মাহমুদউল্লাহর আগমন তাদের শক্তিমত্তাকে যে অনেকগুণ বাড়িয়ে দিল, তা বলাই যায়। অন্যদিকে অভিজ্ঞ মাহমুদউল্লাহের পরিবর্তে কাকে সুযোগ দেয় মোহামেডান, তা দেখার বিষয়।
উল্লেখ্য, চলতি বছর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী লিমিটেড। শিরোপার লড়াইয়ে এগিয়ে ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও।
এমআই