
ইনজুরিতে মাহমুদউল্লাহ, ডিপিএলে খেলতে পারবেন তো?
খেলা ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ১৪:৫৭
ক্যারিয়ারের পড়ন্ত বিকেল। শেষবেলায় সময়টা ভালো যাচ্ছে না মাহমুদউল্লাহ রিয়াদের। অফফর্ম আর সমালোচনার তোপে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তিনি। লাল-সবুজের জার্সিকে বিদায় বললেও ঘরোয়া লিগে আরও কিছুদিন খেলবেন এই ক্রিকেটার। চলতি ডিপিএলে মোহামেডানের হয়ে খেলছেন ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ।
ডিপিএলের নতুন ক্লাব গুলশানের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে খেলেছেন তিনি। জুনিয়র ক্রিকেটারদের কাছে দল হারার দিনে মাত্র ১০ রান করে আউট হন অভিজ্ঞ এই ক্রিকেটার। এরপর থেকে মোহামেডানের কোনো ম্যাচে দেখা যায়নি মাহমুদউল্লাহকে।
জানা যায়, ইনজুরির কারণে ডিপিএলে খেলতে পারছেন না এই ব্যাটার। পায়ের মাংসপেশির পুরনো ইনজুরিতেই ভুগছেন তিনি। সে কারণে অভিজ্ঞ এই অলরাউন্ডার আপাতত বিশ্রামে রয়েছেন। তবে বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র জানিয়েছে, ২৪ মার্চ ডিপিএলের ম্যাচে দেখা যেতে পারে মাহমুদউল্লাহকে।
মেডিকেলের এই সম্ভাব্য তারিখ নির্ভর করছে অবশ্য যদি-কিন্তুর ওপর। ব্যাটে বলে ঠিকঠাক না মিললে রিয়াদের মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘতর হতে পারে। সেক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতরের পর ডিপিএলে ফিরতে পারেন তিনি।
উল্লেখ্য, চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার আগে থেকেই চোটে ভুগছেন মাহমুদউল্লাহ। দুবাইয়ে প্রথম দিনের অনুশীলনেই ডান পায়ের মাংসপেশিতে টান পড়েছিল তার। ভারতের সঙ্গে ম্যাচ মিস করেছিলেন সে কারণেই। আর পুরাতন সেই চোট থেকে এখনও পুরো সেরে ওঠা হয়নি এই অভিজ্ঞ ক্রিকেটারের।
এমআই