
ক্রিকেট মাঠের বিখ্যাত ৫ ‘ভায়রা ভাই’
খেলা ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ২৩:৪১
বাইশ গজের ক্রিকেট মাঠে খেলোয়াড়দের পরিচিতির ধারায় ভিন্নতা আছে। কেউ বোলার, কেউ ব্যাটার, কারো নামের সঙ্গে জুটে অলরাউন্ডার তকমা। এসব ক্রিকেটাররা আবার পারফরম্যান্স আর অবদানের ওপর ভিত্তি করে নতুন নামে পরিচিত হন। রানের চাকা নিয়মিত সচল রাখায় ‘মিস্টার ডিপেন্ডেবল’ তকমা পেয়েছিলেন মুশফিকুর রহিম। আবার দলের কঠিন সময়ে হাল ধরে ম্যাচ জিতিয়ে আসায় মাহমুদউল্লাহ পেয়েছেন ‘সাইলেন্ট কিলার’ উপাধি।
খেলার মাঠে সতীর্থ হওয়ার বাইরেও ক্রিকেটারদের নানান পরিচয় থাকতে পারে। এর মধ্যে একটা হলো আত্মীয়তার বন্ধন। মাহমুদউল্লাহ এবং মুশফিক আবার সেই আত্মীয়তার সুতোয় গাঁথা। জন্মসূত্রে না হলেও বৈবাহিক সূত্রে তারা দুজন পরম আত্মীয়। দেশীয় সংস্কৃতি বিবেচনায় তাদের ‘ভায়রা ভাই’ বলা হয়।
একই পরিবারের দুই মেয়েকে বিবাহ করা পুরুষদ্বয় মূলত ভায়রা ভাই নামে পরিচিত। মুশফিক, মাহমুদউল্লাহ একই পরিবারের দুই মেয়েকে বিয়ে করে ভায়রা ভাই বনে গেছেন। সম্প্রতি এই টার্মটি আলোচনায় এসেছে দুই সিনিয়র ক্রিকেটারের অবসর কাণ্ডে। গত ৬ মার্চ ওয়ানডে ক্রিকেট থেকে মুশফিকের বিদায়ের পর গতকাল (১২ মার্চ) একই ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বিশ্ব ক্রিকেটে মুশফিক-রিয়াদ প্রথম নয়, আত্মীয়তার এই বন্ধনে রয়েছে আরও একাধিক জুটি। যার একটি বাংলাদেশেও রয়েছে। জেনে নেওয়া যাক, ক্রিকেট মাঠের বিখ্যাত ৫ ভায়রা ভাইয়ের গল্প।
মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ
দেশের তারকা ক্রিকেটার হিসেবে পরিচিত মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সম্প্রতি ওয়ানডে থেকে অবসর নেওয়া এই দুই ডানহাতিকে ভায়রা ভাই হিসেবে হালের সব ক্রিকেট ভক্তই চিনেন। ২০১১ সালে জান্নাতুল কাউসার মিষ্টিকে বিয়ে করেন মাহমুদউল্লাহ। সতীর্থের বিয়েতে গিয়েই তার শ্যালিকার প্রেমে মজেন মুশফিকুর রহিম। রিয়াদের তিন বছর পর জান্নাতুল কেফায়েত মন্ডিকে বিয়ে করেন মুশফিক।
আকরাম খান ও ফারুক আহমেদ
বিসিবির বর্তমান সভাপতি ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে প্রত্যেক ক্রিকেট ভক্তেরই চেনার কথা। একইসঙ্গে তামিম ইকবালের চাচা হিসেবে বেশ পরিচিত সাবেক টাইগার অধিনায়ক আকরাম খান। কিন্তু ফারুক-আকরামও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। আকরাম খানের স্ত্রী সাবিনা আকরামের বোন শাহরিয়া ইয়াসমিন। যিনি বিসিবি সভাপতি ফারুক আহমেদের স্ত্রী। দারুণ বিষয় হচ্ছে, আকরাম খান ফারুকের তুলনায় বয়সে ছোট হলেও তিনি বিয়ে করেন ওই পরিবারের বড় মেয়ে সাবিনাকে। যেখানে ছোট মেয়ে শাহরিয়াকে বিয়ে করেন ফারুক আহমেদ।
সুনীল গাভাস্কার ও গুন্ডাপ্পা বিশ্বনাথ
ভারতের জাতীয় দলের ক্রিকেটার গুন্ডাপ্পা বিশ্বনাথ খুব একটা পরিচিত না হলেও এখনো আলোচনায় আছেন সুনীল গাভাস্কার। বিতর্কিত মন্তব্যে প্রায়ই শিরোনামে আসা গাভাস্কারও ভারতীয় ক্রিকেটে ভায়রা ভাই হিসেবে পরিচিত। গাভাস্কারের সঙ্গী গুন্ডাপ্পা বিশ্বনাথ। দুজনেই একই পরিবারের দুই মেয়েকে বিয়ে করেছেন। ভারতের হয়ে অধিনায়কত্ব সামলানোর পাশাপাশি ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন এই দুই ক্রিকেটার।
জাহাঙ্গীর খান ও বাকা জিলানী
পাকিস্তানের বিখ্যাত খান বংশ থেকে ওঠে আসা ক্রিকেটার জাহাঙ্গীর খান। যিনি পাকিস্তান ক্রিকেটের গোড়াপত্তনের একজন ছিলেন। এমনকি দেশটির হয়ে তিনটি টেস্ট ম্যাচের নেতৃত্বও দিয়েছিলেন এই ক্রিকেটার। আত্মীয়ের দিক থেকে জাহাঙ্গীরের সতীর্থ ছিলেন বাকা জিলানী। ভারতের এই ক্রিকেটার রঞ্জি ট্রফিতে প্রথম হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছিলেন। যদিও জাতীয় দলে খেলেছিলেন মাত্র ১ ম্যাচ। তবে উভয়ই মুসলিম হওয়ায় একই পরিবারে বিয়ে করেছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ক্রিকেটার।
সেলিম মালিক ও ইজাজ আহমেদ
চলতি বছরের বিপিএলে দুর্বার রাজশাহীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার ইজাজ আহমেদ। তিনিও পাকিস্তান ক্রিকেটে ভায়রা ভাই বনে গেছেন। ইজাজ আহমেদের সঙ্গী তারকা ব্যাটার সেলিম মালিক। ১৯৯২ সালে এই দুই ক্রিকেটার বাংলাদেশের ডিপিএলেও খেলে গেছেন। ম্যাচ পাতানোর দায়ে দল থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হয়েছিলেন সেলিম মালিক। তবে আত্মীয়তার সম্পর্কে ইজাজ আহমেদের সঙ্গে একই পরিবারে গাঁট বেঁধেছিলেন তিনি। একই পরিবারের দুই মেয়েকে বিয়ে করে দুজনে হয়েছেন ভায়রা ভাই।
এমআই