Advertisement
Us Bangla Airlines
মুশফিককে বিদায়ী সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা জানালেন বিসিবি সভাপতি

মুশফিককে বিদায়ী সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা জানালেন বিসিবি সভাপতি

খেলা ডেস্ক

০৮ মার্চ ২০২৫, ১৮:৪২

টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায় নিয়েছিলেন বছর দুয়েক আগে। বাকি ছিল ওয়ানডে এবং টেস্ট সংস্করণ। গত ৫ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম। দেশের ক্রিকেটে মুশফিকের অবদান অসামান্য। ব্যাট হাতে এককালে নির্ভরশীলতার প্রতীক হয়ে ওঠা মুশফিক পেয়েছিলেন দেশসেরা ব্যাটারের তকমা।

বয়সের ছাপ আর বাজে ফর্মে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন তিনি। তবে তারকা এই ক্রিকেটারকে মাঠ থেকে বিদায় দিতে চেয়েছিল বিসিবি। কিন্তু ওয়ানডে ম্যাচ কাছাকাছি না হওয়ায় বিসিবির চাওয়াকে প্রাধান্য দিতে পারেননি মুশফিকুর রহিম। তবুও লাল-সবুজের জার্সিতে প্রায় ২০ বছর প্রতিনিধিত্ব করা এই ক্রিকেটারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে চায় ক্রিকেট বোর্ড।

মুশফিককে সংবর্ধনা দেওয়া নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ মিরপুরে বলেন, ‘এটি একটি স্বাভাবিক ঘটনা। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে তিনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন। ২০০৫ সালে ইংল্যান্ড সফর, ২০০৭ বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি দেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিসিবি তার অসামান্য অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে এবং আমরা পরিকল্পনা করছি তাকে যথাযথভাবে সংবর্ধনা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখার।’

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা দেখতে গিয়ে অন্যান্য দেশের বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে ফারুকের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আইসিসি ইভেন্টে সব দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা উপস্থিত থাকেন।’

‘৫০ ওভারের ম্যাচ প্রায় ৬-৭ ঘণ্টা দীর্ঘ হয়, যা বিভিন্ন বোর্ডের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য দারুণ সুযোগ তৈরি করে। আমি ফাইনাল ম্যাচ না দেখেই দেশে ফিরেছি, তবে এর আগে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠকগুলোতে অংশ নিয়েছি। এসব আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনার সম্পর্ক ভালো থাকবে, তখন যেকোনো কিছু সহজে পাওয়া যাবে।’-যোগ করেন তিনি।

দলকে বিপদে ফেলতেই যেন ‘অভিজ্ঞ’ মুশফিক!

আসন্ন পাকিস্তান সিরিজ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘পাকিস্তান এরই মধ্যে আমাদের জানিয়েছে, তারা এফটিপির বাইরে একটি সফর করবে এবং বাংলাদেশে খেলতে আসবে। এটি বেশ ব্যস্ত সূচির মধ্যেই আয়োজন করা হতে পারে, সম্ভবত জুলাই মাসে। আমরা বিষয়টি নিশ্চিত করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

‘আমরা শুধু ত্রিদেশীয় সিরিজ নয়, বরং আন্তর্জাতিক ক্যালেন্ডারে ফাঁকা সময় থাকলে যেন যেকোনো টুর্নামেন্ট বা সিরিজে অংশ নিতে পারি, সে বিষয়েও আলোচনা করেছি।’-যোগ করেন তিনি।

এমআই