Advertisement
Us Bangla Airlines
আইপিএলের এক দলেই ভারতের সব অধিনায়ক, চিন্তা বাড়াবে কি?

আইপিএলের এক দলেই ভারতের সব অধিনায়ক, চিন্তা বাড়াবে কি?

খেলা ডেস্ক

০৫ মার্চ ২০২৫, ১৭:৫৫

ভারতের ঘরোয়া লিগের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্টটিতে যৌথভাবে সর্বোচ্চ শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস। এই দলের হয়েই লম্বা সময় একত্রে খেলছেন রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার মতো বড় তারকারা। আইপিএলের আসন্ন মৌসুমেও তাদের মুম্বাইয়ের জার্সিতে একত্রে দেখা যাবে।

জাতীয় দলের হয়ে খেলা মুম্বাইয়ের এসব তারকারা আবার ভারতের সব সংস্করণের অধিনায়ক। রোহিত শর্মা ভারতের টেস্ট ও ওয়ানডে দলকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন। টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। লাল বলে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন দলটির সেরা পেসার জাসপ্রিত বুমরাহ। সাদা বলে সহ-অধিনায়ক হিসেবে নেতৃত্ব সামলাচ্ছেন হার্দিক।

সেই হার্দিক পান্ডিয়া আবার মুম্বাইয়ের অধিনায়ক। যদিও গত আসরে তার নেতৃত্ব নিয়ে বেশ সমালোচনার জন্ম দিয়েছে। তবে এক দলে এত অধিনায়ক মুম্বাই ইন্ডিয়ান্সকে কী বাড়তি সুবিধা দেবে? নাকি এত তারকার ভিড়ে বাড়বে দুশ্চিন্তা? বিষয়টি নিয়ে কথা বলেছেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।

গতকাল মঙ্গলবার একটি অনুষ্ঠানে তারকায় ঠাসা মুম্বাই ইন্ডিয়ানস প্রসঙ্গে সূর্যকুমার বলেন, ‘হ্যাঁ, এই দলে অনেক অধিনায়ক রয়েছে ঠিকই। কিন্তু একসঙ্গে বসলে, সেটা পাঁচ জন, সাত জন বা দশ জনই হোক, একটাই আলোচনা করি। তা হল, কীভাবে এই দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।’

দলে এত অধিনায়কের পরিকল্পনায় বিরোধিতা বাড়ায় কি না, এমন প্রসঙ্গে সূর্যকুমার বলেন, ‘আমরা এক হলে সেটা একটা পরিবারের মতো হয়ে দাঁড়ায়। কখনো নিজেদের একাধিক নেতা নিয়ে ভাবি না। তিনটা অধিনায়ক না চারটা অধিনায়ক আছে, সেটা মাথাতেই রাখি না। সব সময় ভাবি, আমরা একটাই দল।’

তিনি আরও বলেন, ‘মুম্বাই হলো একটা প্রতিষ্ঠানের মতো যেখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। এখানেই বড় হয়েছি এবং ভারতের হয়ে খেলেছি। সাজঘরে আমরা সবাই এক হয়ে লড়াইয়ের সংকল্প নেই।’

এমআই