Advertisement
Us Bangla Airlines
আইপিএলে কখনোই ছক্কা হাঁকাতে পারেননি যে ৩ তারকা

আইপিএলে কখনোই ছক্কা হাঁকাতে পারেননি যে ৩ তারকা

খেলা ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩২

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এবং জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বের সব নামিদামি ক্রিকেটাররা এই টুর্নামেন্টে ডাক পাওয়ার অপেক্ষায় থাকেন। আইপিএল খেলতে তারকা ক্রিকেটারদের জাতীয় দলকে বিদায় বলার ইতিহাসও রয়েছে। এমনকি নিয়মিত ভারতের বিরুদ্ধে সমালোচনায় মেতে থাকা প্যাট কামিন্সও আইপিএল খেলার অপেক্ষায় বসে থাকেন।

টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে গৌরবের সঙ্গে রয়েছে রানবন্যার ঐতিহ্য। অবিশ্বাস্য রানের পাহাড় গড়া এবং রেকর্ড চূর্ণ করার জন্যই যেন আইপিএলের আত্মপ্রকাশ। ভারতীয় এই টুর্নামেন্টে ক্রিকেটাররা নিয়মিত ছক্কার মহড়া দেন। রোহিত, গেইল, কোহলি, ধনী, এবিডি ভিলিয়ার্সের মতো বড় তারকাদের আইপিএলে ২৫০ এর বেশি ছক্কা মারার রেকর্ড রয়েছে। কিন্তু সেখানেও ৩ তারকা ক্রিকেটারের কোনো ছক্কা মারার নজির নেই!

মাইকেল ক্লার্ক

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক ২০১২ সালে আইপিএলে অংশ নিয়েছিলেন। তৎকালীন পুনে ওয়ারিয়র্সের হয়ে ৬ ম্যাচ খেলেছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। ৬ ম্যাচে ৯৪ বল মোকাবিলায় মাত্র ৯৮ রান করেছিলেন তিনি। কিন্তু অর্ধডজন ম্যাচ খেলেও কোনো ছক্কা মারতে পারেননি সাবেক অজি অধিনায়ক। আন্তর্জাতিক ক্যারিয়ারে তার ১০২টি ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে।

শোয়েব মালিক

রাজনৈতিক প্রতিহিংসায় এখন আর আইপিএলে খেলতে পারছেন না পাকিস্তানি ক্রিকেটাররা। কিন্তু আইপিএলের শুরুর আসরগুলোতে শহীদ আফ্রিদি, উমর গুল, শোয়েব মালিকদের মতো তারকারা খেলেছিলেন। ভারতীয় এই টুর্নামেন্টের উদ্বোধনী আসরে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছিলেন শোয়েব মালিক। সেখানে ৭ ম্যাচে ১৩ গড়ে ৫২ রান করেছিলেন এই পাকিস্তানি ব্যাটার। টি-টোয়েন্টিতে ৪২১টি ছক্কা হাঁকানো শোয়েব মালিক আইপিএলে কোনো ছয় মারতে পারেননি।

রেসি ফন ডার ডুসেন

দক্ষিণ আফ্রিকার বর্তমান খেলা তারকা ক্রিকেটারদের একজন রেসি ফন ডার ডুসেন। ২০২২ সালে রাজস্থান রয়েলসের জার্সিতে আইপিএলে অভিষেক হয়েছিল এই প্রোটিয়ার। দলটির হয়ে তিন ম্যাচ খেলেছিলেন রেসি। তাতে ১১ গড়ে মাত্র ২২ রান করেছেন তিনি। যেখানে ছিল না কোনো ছক্কার মার। অথচ স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ২৮৬টি ছক্কা হাঁকিয়েছিলেন এই ডানহাতি ব্যাটার।

এমআই