Advertisement
Us Bangla Airlines
কেন কলকাতা ছেড়েছিলেন শ্রেয়াস, জানালেন নিজেই

কেন কলকাতা ছেড়েছিলেন শ্রেয়াস, জানালেন নিজেই

খেলা ডেস্ক

২০ জানুয়ারি ২০২৫, ২২:০২

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দীর্ঘ এক যুগ পর শিরোপা জেতে দলটি। অনবদ্য অর্জনে কলকাতা শ্রেয়াসকে পরবর্তী মৌসুমের জন্য রিটেইন করবে বলে ধারণা করা হচ্ছিলো। কিন্তু মেগা নিলামের কয়েকদিন আগে জানা গেল, শ্রেয়াসকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলের নিলাম থেকে এবার শ্রেয়াস আয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় হওয়ার খ্যাতি অর্জন করেছেন তিনি। একইসাথে পেয়েছেন পাঞ্জাবের অধিনায়কত্ব। তবুও এ খেলোয়াড়ের দল পরিবর্তনের গুঞ্জন যেন থামছিলো না। এবার গুঞ্জনে পানি ঢেলে কলকাতা ছাড়ার গল্প শোনালেন দলটির সাবেক অধিনায়ক। 

কালকাতা ছাড়ার কারণ হিসেবে শ্রেয়াস বলেন, ‘আইপিএল চ্যাম্পিয়নশিপের পরেই আমাদের কথোপকথন হয়েছিল। কিন্তু এরপর কয়েক মাস অতিবাহিত হলেও খেলোয়াড় ধরে রাখা নিয়ে কোন সুনির্দিষ্ট প্রচেষ্টা ছিল না কেকেআর কর্তৃপক্ষের। তাদের মধ্যে কী চলেছে, কী ঘটছে তা নিয়ে বিভ্রান্ত ছিলাম আমি। সুতরাং, যোগাযোগ ঘাটতির কারণে, আমরা এমন একটি পরিস্থিতিতে এসেছি যেখানে আমরা পারস্পরিকভাবে আলাদা হয়েছি।’

আইপিএল নিলামে নিজের নাম দেওয়া নিয়ে শ্রেয়াস বলেন, ‘হ্যাঁ, স্পষ্টতই এটা হতাশার কারণ যখন যোগাযোগের কোনো নির্দিষ্ট লাইন থাকে না। আপনি যদি রিটেইন করার এক সপ্তাহ আগে এসব জানতে পারেন, তবে অবশ্যই সেখানে যোগাযোগের অভাব রয়েছে। তাই আমাকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছিল।’

২৩ কোটির ভেঙ্কটেশকে টপকে অধিনায়কের দৌড়ে দেড় কোটির রাহানে

এর আগে মেগা নিলামের পর কলকাতা জানিয়েছিল, শ্রেয়াসকে তারা দলে ভেড়াতে চাইলেও তিনি থাকেননি। এমনকি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, স্বল্প বেতনই শ্রেয়াসের নাইটদের তাঁবু ছেড়ে যাওয়ার কারণ। তবে এতসব দাবি, গুঞ্জনের বিষয়টি এবার খোলাসা করলেন পাঞ্জাবের নতুন অধিনায়ক। মূলত যোগাযোগের ঘাটতিতে কলকাতায় থাকা হয়নি তাঁর।

উল্লেখ্য, কলকাতার হয়ে টানা তিন আসর খেলছিলেন শ্রেয়াস আয়ার। যদিও ইনজুরির কারণে মাঝের আসরে লম্বা সময় ছিলেন মাঠের বাইরে। সেবার কলকাতাকে নেতৃত্ব দিয়েছিলেন নীতিশ রানা। এবারও নীতিশকে দলে নিয়েছে কেকেআর। গুঞ্জন রয়েছে, নীতিশকে ছাপিয়ে কলকাতার অধিনায়কত্ব পেতে পারেন আজিঙ্কা রাহানে।

এমআই